কলকাতা: বুধবার কলকাতা পুরভোটের মনোনয়ন জমার শেষ দিনে একের পর এক অস্বস্তি তৃণমূলে। টিকিট না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিদায়ী কো-অর্ডিনেটর রতন মালাকার। শেষ মুহূর্তে তৃণমূল ফিরিয়ে দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়।
এ বারের পুরভোটে ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতার ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে শেষ তিনটি পুরনির্বাচনে মুখ্যমন্ত্রীর ঘরের ওয়ার্ড থেকেই কাউন্সিলর হয়েছিলেন রতন। কিন্তু এ বার তাঁকে প্রার্থী না করায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হয়েছেন তিনি। ৭৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর হওয়ার পাশাপাশি, বরো-৯-এর চেয়ারম্যানও তিনি। একাধিক বার দলকে জেতানোর পরেও কেন তাঁকে টিকিট দেওয়া হল না, সেই প্রশ্ন তুলে জানিয়েছেন, ‘‘আমি স্বেচ্ছায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না’’।
এ দিনই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা। তৃণমূলের প্রাথমিক প্রার্থী তালিকায় নাম ছিল তাঁর। শুরু করেছিলেন ভোটের প্রচারও। দলীয় প্রতীক দিয়েও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শুক্রবার রাত থেকেই প্রার্থী নিয়ে টানাপড়েন শুরু হয়। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তনিমার থেকে প্রতীক ফিরিয়ে নেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার।
উল্লেখ্য, ২০১০ সালে সুব্রতবাবুর ছেড়ে যাওয়া ওয়ার্ড ৮৭ থেকে জিতে তৃণমূলের প্রতীকে কাউন্সিলর হন তনিমা। কিন্তু ২০১৫ সালে ওই ওয়ার্ড থেকেই বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এ দিন দেখা গেল, দাদার ছবি হাতে নিয়ে ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সুব্রতর ছোটো বোন তনিমা।
অন্য দিকে, ৭০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন প্রবীণ তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। এই দুই ওয়ার্ড মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত। কার্যত, তাঁর নিজের কেন্দ্রেই জোড়া নির্দল প্রার্থী হওয়ায় অস্বস্তিতে তৃণমূল।
আরও পড়তে পারেন
আপাতত পুরভোট নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি
কৃষক-মৃত্যু নিয়ে কোনো তথ্য নেই, তাই প্রশ্ন নেই ক্ষতিপূরণের: কেন্দ্র
সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর
২০০৯ সালের তুলনায় মাওবাদী হিংসার ঘটনা কমেছে ৭০ শতাংশ, সংসদে জানাল কেন্দ্র
‘শিকার হয়েছেন শাহরুখ খান’, বিজেপি-কে নিশানায় রেখে মুম্বইয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের