Homeখবরকলকাতাপুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা, অবস্থান তুলে নেওয়া...

পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা, অবস্থান তুলে নেওয়া হলেও চলবে কর্মবিরতি-ধর্না

প্রকাশিত

কলকাতা: শেষ পর্যন্ত লালবাজারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা হল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের দাবি কিছুটা মেনে তাঁদের মিছিলকে লালবাজারের দিকে ১০০ মিটার এগোতে দেয় পুলিশ। তার পরই আন্দোলনকারীদের ২২ জনের প্রতিনিধিদল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান।  

প্রায় ঘণ্টাদেড়েক পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয় প্রতিনিধিদলের। কথা বলে বেরিয়ে এসে প্রতিনিধিদলের তরফে জানানো হয়, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা বলেন, “১৪ তারিখের ঘটনা প্রসঙ্গে তাঁরা স্বীকার করেছেন, এটি পুলিশি ব্যর্থতা। কিন্তু আলোচনার কোনো সদুত্তর আমরা পুলিশ কমিশনারের থেকে পাইনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড়। নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।”

জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল বলেন, “পুলিশ কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি এই ঘটনায় নৈতিক দায়ভার নিচ্ছেন কি না। জবাবে সিপি জানিয়েছেন, তিনি নিজের কাজে সন্তুষ্ট। তবে যদি তাঁর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন, তিনি নিজের কাজে ব্যর্থ এবং তাঁকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেটিও তিনি হাসিমুখে মেনে নেবেন।”

sit in demo 03.09

লালবাজারে সিপির সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে নেওয়ার কথা ঘোষণা। ছবি: রাজীব বসু।

পুলিশ কমিশনারের কথায় সন্তুষ্ট না হলেও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাঁদের অবস্থান তুলে নিয়েছেন। তবে তাঁদের কর্মবিরতি আর ধর্না যে চলবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

ফিয়ার্স লেনের সামনে থেকে মানববন্ধন করে লালবাজারের দিকে একশো মিটার পথ এগিয়ে যান আন্দোলনরত চিকিৎসকেরা। গান গেয়ে, স্লোগান তুলে একশো মিটার পথ এগিয়ে ব্যাপটিস্ট গির্জার সামনে অপেক্ষা করেন চিকিৎসকেরা। মিছিলের একেবারে সামনের সারিতে মানববন্ধন করে রাখেন চিকিৎসকদের প্রতিনিধিরা। পুলিশ তাদের কথা রাখে। সেখানে কোনো লোহার ব্যারিকেড রাখা হয়নি। এর পরই ২২ জনের প্রতিনিধিদল লালবাজারে যান।  

সোমবার থেকে যে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেটিও সঙ্গে করে নিয়ে যান। তাঁদের কথায়, পুলিশ কমিশনারকে ‘উপহার’ দেওয়া হবে বলে ওটি নিয়ে যাওয়া হচ্ছে।  

আরও পড়ুন

আদালত চত্ত্বরে ‘চোর চোর’ স্লোগান, সন্দীপ ঘোষের ৮ দিনের সিবিআই হেফাজত        

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান, চলছে কর্মবিরতিও

কলকাতা: মঙ্গলবার দুপুরে সল্ট লেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে গেলেন আন্দোলনরত...

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?