Homeখবরকলকাতাআরজি কর-কাণ্ডে গণধর্ষণের অভিযোগ ওড়াল সিবিআই, এক জনই অভিযুক্ত চার্জশিটে

আরজি কর-কাণ্ডে গণধর্ষণের অভিযোগ ওড়াল সিবিআই, এক জনই অভিযুক্ত চার্জশিটে

প্রকাশিত

আরজি কর-কাণ্ডে ধর্ষণ ও খুনের মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সোমবার প্রথম চার্জশিট আদ। সূত্রের খবর, এই চার্জশিটে একজনকেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, মামলার তদন্তে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ-সহ বিভিন্ন প্রসঙ্গও অন্তর্ভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ও অন্যান্য ব্যক্তিদের বয়ানও উল্লেখ করা হয়েছে।

এই চার্জশিট গঠন হয়েছে নির্যাতিতা আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ৫৮ দিন পর। এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, এবং তাঁরা এখনও টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জুনিয়র চিকিৎসকরা সিবিআইয়ের তদন্ত নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন, এবং একাধিকবার সিবিআই দফতরের দিকে অভিযানও চালিয়েছেন। ধর্মতলায় অনশন কর্মসূচি পালনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, তাঁরা আর সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় আস্থা রাখতে পারছেন না।

অন্যদিকে, সোমবার চার্জশিট জমা দেওয়ার বিষয়ে আন্দোলনকারী চিকিৎসকরা কোনও মন্তব্য করতে রাজি হননি। অনশনমঞ্চ থেকে তাঁদের অন্যতম প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, “এটি একটি প্রাথমিক চার্জশিট। আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী প্রতিক্রিয়া জানাব।”

এই মামলার তদন্তে সিবিআই ইতিমধ্যে একজনকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে। যদিও আরও দু’জনকে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। সিবিআই জানিয়েছে, মামলায় অন্যান্য দিকগুলোতেও তদন্ত চলছে।

প্রসঙ্গত, এই মামলার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টে বিশেষ স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন

সাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

কলকাতার নারকেলডাঙা মেনরোড সংলগ্ন এলাকায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোডাউনে মজুত দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। তদন্তের নির্দেশ।

হাওড়া থেকে শিয়ালদাগামী সরকারি বাসে হঠাৎই আগুন

খবর অনলাইন ডেস্ক: শনিবার হাওড়া থেকে শিয়ালদাগামী সরকারি বাসে আচমকাই আগুন লেগে যায়। কলেজ...

কসবার বাড়ি থেকে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার! আত্মহত্যা নাকি অন্য রহস্য?

কসবার হালতুর বাড়ি থেকে একই পরিবারের তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা নাকি অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার সুইসাইড নোট।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে