Homeখবরকলকাতাসল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

প্রকাশিত

কলকাতা: সল্টলেক বাইপাসের ২.৫ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা ফ্লাইওভার অ্যাপ্রোচ রোড থেকে জে.কে. সাহা ব্রিজ পর্যন্ত অংশে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করবে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। এর মাধ্যমে সড়কপথে স্ট্রিট লাইটিং ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনডিআইটিএ-র এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে প্রধান বৈদ্যুতিক লাইনটি পোলের নীচে সরু পাইপলাইনের মধ্য দিয়ে চলে, যা মেট্রো নির্মাণের কাজের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। এতে স্ট্রিট লাইটিং ব্যবস্থাও ব্যাহত হয়। তিনি বলেন, “প্রধান লাইনটি অত্যন্ত নীচু গভীরতায় এবং সরু পাইপ দিয়ে যায়। মেট্রোর কাজের কারণে এটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। আন্ডারগ্রাউন্ড কন্ডুইটের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।”

এই প্রকল্পের অধীনে প্রায় ১০০টি স্ট্রিট লাইট পোল রয়েছে, যেগুলির মধ্যে ৩০ মিটার ব্যবধান। প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ৫৫.৬ লক্ষ টাকা ব্যয় হবে এবং কাজ শুরু হওয়ার দুই মাসের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কেবল স্থাপনের পর ফুটপাতের সংস্কারও করা হবে।

এর আগে সেক্টর ভি-র বেশ কয়েকটি অংশে এনডিআইটিএ কর্তৃপক্ষ বিভিন্ন কাজের জন্য খনন করা রাস্তার মেরামতি ও পুনরুদ্ধার করেছে। পাশাপাশি, মেট্রো নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনেজ নেটওয়ার্কও পুনরুদ্ধার করা হয়েছে। এনডিআইটিএ ইতিমধ্যেই সেক্টর ফাইভে-তে ওভারহেড কেবল অপসারণের জন্য আন্ডারগ্রাউন্ড ডক্ট স্থাপন করেছে।

সল্টলেক বাইপাসের এই অংশটি আগামী বছরে নতুন রূপ পাবে। সেক্টর ভি-র আইকনিক গেটটি স্থাপন করা হবে উইপ্রো মোড়ের কাছে। এছাড়াও, সল্টলেক বাইপাসের ওপর দিয়ে ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারের কাজও আগামী বছর শুরু হবে।

এনডিআইটিএ উইপ্রো মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত অংশকে স্মার্ট স্ট্রিটে পরিণত করার পরিকল্পনা করছে। এতে সাইকেল লেন, স্মার্ট বাস স্ট্যান্ড, ওয়াটার এটিএম, সিসিটিভি নজরদারি, আলোকসজ্জা, এবং পাবলিক আর্টের মতো সুযোগ-সুবিধা থাকবে।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

কলকাতা বইমেলায় স্টল চেয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েও স্বস্তি পেল না বিশ্ব হিন্দু পরিষদ...

কলকাতার রাস্তায় থাকছে হলুদ ট্যাক্সি, তবে শেষ হতে চলেছে অ্যাম্বাসাডরের যুগ

কলকাতার হলুদ ট্যাক্সি থাকবে, তবে অ্যাম্বাসাডরের সংখ্যা দ্রুত কমছে। রাজ্য সরকারের নয়া নিয়মে হলুদ রঙে রং করতে পারবে সমস্ত লাইট কমার্শিয়াল যানবাহন।

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’-র অভূতপূর্ব সাফল্য, প্রতিদিন ৯০০ ক্রেতা

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’ তার প্রথম মাসেই ৯০০ জন গ্রাহকের দৈনিক ভিড় টেনেছে। সাশ্রয়ী মূল্যের খাবার দিয়ে এই ক্যাফে যাত্রীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে