হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবায় রবিবার থেকে সূচি পরিবর্তন আনছে মেট্রো কর্তৃপক্ষ। চলতি বছরের মার্চ মাসে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর থেকে যাত্রীদের চাহিদা মাথায় রেখে কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে, বিশেষত শেষ ট্রেনের ক্ষেত্রে।
মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, সোম থেকে শনিবারের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের প্রথম ট্রেনের সময় প্রায় একই রাখা হয়েছে। তবে, হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে ৭টা ১০ মিনিটে ছাড়বে। একইভাবে, শেষ মেট্রোর সময়েও পরিবর্তন আনা হয়েছে। আগে শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে পাওয়া যেত, এখন থেকে এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫৬ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৪৬ মিনিটে।
রবিবারের সূচিতেও পরিবর্তন এসেছে। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়বে, আর এসপ্ল্যানেড থেকে দুপুর আড়াইটে নাগাদ। শেষ মেট্রোর ক্ষেত্রে, হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৪০ মিনিটে এবং এসপ্ল্যানেড থেকে রাত ৯টা ৫০ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে সংস্কারের কাজের জন্য কিছু সময়ের জন্য পরিষেবার মধ্যে ব্যবধান বৃদ্ধি করা হবে। ব্যস্ত সময়ের বাইরে, সকাল ৭টা থেকে ৯টা, সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং রাত ৮টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে মেট্রোর ব্যবধান সামান্য বাড়ানো হবে। তবে ঠিক কতটা ব্যবধান হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। এই পরিবর্তিত সূচি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে।