কলকাতা
শর্ট সার্কিট থেকে আগুন, বেহালায় পুড়ে মৃত্যু মা-মেয়ের

খবরঅনলাইন ডেস্ক: শর্ট সার্কিট থেকে আগুন। আর সেই আগুনে পুড়ে মৃত্যু হল মা-মেয়ের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, কলকাতার (Kolkata) বেহালা (Behala) অঞ্চলে। মায়ের নাম সোমা মিত্র (৬৮) এবং মেয়ের নাম কাকলি মিত্র (৪২)। বাড়ির আর দু’ জন বাসিন্দা রক্ষা পেয়েছেন।
দমকলের এক প্রবীণ আধিকারিক বলেন, “ওই দুই মহিলা দোতলা বাড়ির দ্বিতীয় তলে আটকা পড়ে গিয়েছিলেন। সেখানেই তাঁদের পুড়ে মৃত্যু হয়। আগুন নিভে যাওয়ার পরে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার করা হয়।”
স্থানীয় অধিবাসীরা জানান, সাড়ে ১২টা নাগাদ তাঁরা একটা প্রচণ্ড জোর আওয়াজ শুনতে পান। তার পরেই আগুন লেগে যায়।
অগ্নি নির্বাপণ বিভাগের প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায়, শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লেগে থাকতে পারে। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।
বাড়িতে পাঁচ জন থাকতেন। বাড়ির অন্য দুই আগুনের পরে বেরিয়ে আসতে সক্ষম হন। আর ঘটনাটার সময় বাড়ির পঞ্চম বাসিন্দা বাড়ির বাইরে ছিলেন বলে জানা যায়।

খবরঅনলাইন ডেস্ক: গত ২৩ জুন কলকাতায় দৈনিক কোভিড সংক্রমণ একশোর নীচে ছিল। তার পর ১৮ জানুয়ারি, প্রথম বার শহরের দৈনিক সংক্রমণ নামল একশোর নীচে। এই পরিসংখ্যানে রাজ্যের স্বাস্থ্যকর্তারা যে অনেকটাই নিশ্চিন্ত তা আর বলার অপেক্ষা রাখে না।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ কোভিড রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ৯০ জন। গত ২৩ জুন শহরে আক্রান্ত হয়েছিলেন ৮১ জন। তার পরের দিন থেকেই এই সংখ্যাটা একশো অতিক্রম করেছিল।
রাজ্যের কোন অঞ্চলে কত টেস্ট হচ্ছে, তার পরিসংখ্যান আলাদা ভাবে দেওয়া হয় না। কিন্তু সামগ্রিক ছবি থেকে একটা বিষয় আন্দাজ করে দেওয়া যেতেই পারে। ২৩ জুন, কলকাতায় ৮১ জন আক্রান্ত হওয়ার দিন রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজারের সামান্য বেশি। কিন্তু গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১৯ হাজারের একটু কম।
অর্থাৎ, ২৩ জুন কলকাতায় যতজনের কোভিড পরীক্ষা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় যে তার দ্বিগুণ হয়েছে সেটা এক প্রকার নিশ্চিত। তবে এটাও নিশ্চিত যে মঙ্গলবার ফের কলকাতার দৈনিক আক্রান্তের সংখ্যাটি একশোর ওপরে উঠে যাবে। কারণ, টেস্ট হবে অনেকটাই বেশি।
কলকাতায় এখনও পর্যন্ত মোট কোভিডরোগী রয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৮১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৪১৬ জন। শহরে এখন সুস্থতার হার ৯৬.৫৩ শতাংশ, যা রাজ্যের সামগ্রিক সুস্থতার (৯৭%) হারের থেকে একটু কম।
কলকাতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫ জনের। কলকাতার মৃত্যুহার (২.৪০ শতাংশ), রাজ্যের সামগ্রিক মৃত্যুহারের (১.৭৭ শতাংশ) থেকে অনেকটাই বেশি। শহরে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১,৩৫১ জন কোভিডরোগী।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
মাত্র ১০ হাজার! দেশে নতুন সংক্রমণ ২২৪ দিনে সর্বনিম্ন, আরও কমল দৈনিক মৃত্যু
কলকাতা
এ বার সারা দিনের পাসে বাস-ট্রাম-ফেরিতে কলকাতা ভ্রমণ
কলকাতা শহরে সারা দিনে যত বার খুশি বাস-ট্রাম-ফেরিতে ভ্রমণ করা যাবে।

খবরঅনলাইন ডেস্ক: ভ্রমণের জন্য ‘হপ অন হপ অফ’ (hop-on-hop-off) পাস চালু করল ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউবিটিসি, WBTC)। বেশ কয়েক বছর আগে কলকাতার ট্রামে যে অল ডে টিকিট চালু ছিল, এটা অনেকটাই সে রকম। তবে এই ‘হপ অন হপ অফ’ পাস নিয়ে শুধু ট্রাম নয়, কলকাতা শহরে সারা দিনে যত বার খুশি বাস-ট্রাম-ফেরিতে ভ্রমণ করা যাবে। ২১ জানুয়ারি থেকে এই পাস পাওয়া যাবে।
লন্ডন ও সিঙ্গাপুরে সিটি ট্যুরের ক্ষেত্রে ভ্রমণকারীদের জন্য যে টিকিট-ব্যবস্থা রয়েছে, তারই আদলে চালু হচ্ছে এই পাস। এই পাসের নাম দেওয়া হয়েছে ‘সিটি ট্রাভেল পাস’ (City Travel Pass)। এই পাসের দাম পড়বে ১০০ টাকা। তবে কেউ যদি এক সঙ্গে ২০টা বা তার বেশি পাস কেনেন, সে ক্ষেত্রে টিকিটের দামে ১০% ছাড় পাওয়া যাবে।
ডব্লিউবিটিসি-র এক আধিকারিক বলেন, “ট্রেন বা বিমানে ভ্রমণ করার ফাঁকে কোনো ভ্রমণকারীর যদি কলকাতায় সারাটা দিন কাটিয়ে যাওয়ার সুযোগ থাকে, তা হলে তাঁর ক্ষেত্রে এই ট্রাভেল পাস বেশ কাজের হবে। ভ্রমণকারীদের সুবিধার জন্য বিভিন্ন রুটের খুঁটিনাটি তথ্য দিয়ে গাইড ম্যাপও তৈরি করা হচ্ছে।”
যাঁরা কলকাতায় ভ্রমণে আসেন বা যাঁদের এই শহরে নিয়মিত বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করতে হয়, তাঁদের কথা মাথায় রেখেই এই পাস চালু করা হচ্ছে বলে ওই আধিকারিক জানান।
তিনি বলেন, “এই পাস নিয়ে আপনি সিটি অফ জয়-এ যেমন খুশি ভ্রমণ করতে পারেন। একটি পাস কিনে হাওড়া থেকে ফেরি ধরুন। নদী পেরিয়ে মিলেনিয়াম পার্কে আসুন। এখান থেকে বাস বা ট্রাম ধরে চলে যান এসপ্ল্যানেড। সেখান থেকে কলেজ স্ট্রিটে ঐতিহ্যশালী বইয়ের বাজারে চলে যান।”
ডব্লিউবিটিসি ১০০ টাকায় ‘ট্রাম পাস’ও (Tram Pass) চালু করছে। এই পাস নিয়ে মহানগরে ট্রামে চড়ার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ভ্রমণকারীরা।
ডব্লিউবিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কপুর বলেন, “শহরের নিয়মিত যাত্রী ও দর্শনার্থীদের সুবিধার জন্যই এই ‘সিটি ট্রাভেল পাস’ ও ‘ট্রাম পাস’ চালু করা হচ্ছে।”
“এর বড়ো সুবিধা হল একই দিনে ট্রাম, বাস বা ফেরিতে চড়ার জন্য বার বার টিকিট কাটার হ্যাপা পোহাতে হবে না”, বলেন ডব্লিউবিটিসি-র চেয়ারম্যান রচপাল সিং।
বাস, ট্রামের কন্ডাক্টরদের কাছ থেকে এবং ফেরির টিকিট কাউন্টার থেকে এই পাস কেনা যাবে। বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও এই পাস কেনা যাবে। ডব্লিউবিটিসি-র ওয়েবসাইট থেকেও এই পাস বুক করা যাবে।
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক! নন্দীগ্রামে তিনি নিজেই প্রার্থী, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা
আজ থেকে আর প্রয়োজন নেই ই–পাসের, খুলছে বিভিন্ন মেট্রো স্টেশনের একাধিক গেটও
সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে।

খবরঅনলাইন ডেস্ক: আজ সোমবার থেকে আরও স্বাভাবিক ছন্দে কলকাতার মেট্রো পরিষেবা। মেট্রোয় চড়তে আর ই–পাসের প্রয়োজন হবে না। যাত্রীদের একাংশের দাবি মেনে একেবারেই ই–পাস তুলে দিল মেট্রো কর্তৃপক্ষ। অন্য দিকে ভোগান্তি এড়াতে এ দিন থেকেই বিভিন্ন স্টেশনের একাধিক গেটও খুলে দেওয়া হবে।
ই-পাস বন্ধ করা হলেও এখনই টোকেন ব্যবহার শুরু করতে চাইছে না মেট্রো কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের স্মার্টকার্ড বাধ্যতামূলক। এর ফলে অহেতুক ভিড় এড়ানো যাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
খুলছে একাধিক গেট
এ দিকে সোমবার থেকে বিভিন্ন স্টেশনের একাধিক গেটও খুলে দেওয়া হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনে ৫ নম্বর গেট থেকে প্রবেশ করা যাবে। কালীঘাট স্টেশনের ১০ নম্বর গেট থেকে প্রবেশ এবং ৪ ও ৫ নম্বর গেট থেকে বেরোনো যাবে।
এ দিকে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ৪ নম্বর গেট সোমবার থেকে খোলা থাকবে শুধুমাত্র প্রবেশের জন্য। এবং পার্ক স্ট্রিট স্টেশনের ১ নম্বর গেট ও চাঁদনি চক স্টেশনের ১ নম্বর গেট — দু’টোতেই প্রবেশ ও প্রস্থান উভয়ই করা যাবে। অর্থাৎ, সোমবার থেকে কলকাতা মেট্রোর নর্থ–সাউথ রুটে একাধিক স্টেশনে মোট ৫টি অতিরিক্ত গেট খোলা হবে।
এর পাশাপাশি মেট্রোয় সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে। আগে চলত ২২৮টি ট্রেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৭টায় দিনের প্রথম এবং রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রবিবার ভারতে ১৭ হাজার জনকে টিকা, পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা কম, জানাল স্বাস্থ্য মন্ত্রক
-
রাজ্য1 day ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ2 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য2 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
ফুটবল3 days ago
এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান