pratik chowdhury
প্রতীক চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সংগীতশিল্পী প্রতীক চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

নিজের অফিসে কাজ করতে করতে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪১ মিনিট ধরে চেষ্টা করা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন কাশ্মীরিদের নিয়ে বেঁফাস মন্তব্য করে ফের বিতর্কে রাজ্যপাল তথাগত রায়

ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস-এর ডিরেক্টর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, রাত ৮টা ৪ মিনিটে প্রতীক চৌধুরী মারা যান।

তাঁর মৃত্যুতে সংগীতমহলে শোকের ছায়া নেমে আসে।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাতালঘর’ সিনেমায় প্রতীক চৌধুরীর গাওয়া একটি গান দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছিল। ‘এই বাংলার নীরে’ নামে একটি অ্যালবাম রিলিজ করেছিলেন ২০১৮ সালে নিজের জন্মদিনে।

অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ফিল্মের জন্য দিন সাতেক আগেই একটি গান রেকর্ড করেছেন প্রতীক। তাঁর মৃত্যুর খবর শুনে অনিকেত বলেছেন, “ভাবতেই পারছি না। সাত দিন আগে গান রেকর্ড করলাম, তাঁর কাজ এখনও চলছে।এর মধ্যেই এই খবর।’’

শুধু সিনেমার প্লেব্যাক বা অ্যালবামই নয়, বহু বিজ্ঞাপনেও তাঁর গান জনপ্রিয় হয়েছিল।

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন