কলকাতা: নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরই ফের মেট্রোর একটি এসি রেকে ধোঁয়া আতঙ্ক ছড়াল শুক্রবার।
দমদমের দিকে যাচ্ছিল ট্রেনটি। আচমকা দেখা যায়, এসি রেকের একটি অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। চরম আতঙ্কে ভুগতে শুরু করেন যাত্রা।
প্রবীণ নাগরিকদের বসার জায়গার কাছ থেকেই ধোঁয়া বেরোতে দেখা যায়। এ ভাবে ধোঁয়া বেরোতে দেখে সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। নামিয়ে নেওয়া হয় যাত্রীদের।
এর পরই রবীন্দ্র সদন স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়।
ধোঁয়ার কারণ সম্পর্কে মেট্রো কর্তৃপক্ষ জানান, ইলেক্ট্রিক্যাল প্যানেল থেকে আগুন ছড়িয়েছিল। দ্রুত পদক্ষেপে আগুন নিভিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।