দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের লর্ডস মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে লর্ডস মোড়ের পাশে সান্ধ্য বাজারে আগুন লাগার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ঝুপড়ি দোকান থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলে আশেপাশের মানুষ তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুতই আগুনের লেলিহান শিখা বাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
দমকলের ১৬টি ইঞ্জিন আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে এখনও কিছু ছোট ছোট অংশে আগুন জ্বলছে এবং সেই অংশগুলোতে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরও ৬টি ইঞ্জিন যোগ দেয়। যাদবপুর থানা থেকেও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকল কর্মীরা জানাচ্ছেন, ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানোই সম্ভব হচ্ছে না।
বাজার এলাকায় বেশ কিছু ঝুপড়ি দোকান ছিল, যেখানে দাহ্য বস্তু মজুত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দমকল কর্মীরা। আগুনের ভিতর থেকে কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়, যা সম্ভবত দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়েছে। এই বিস্ফোরণের ফলে বাজারের বহু ঝুপড়ি দোকান পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া, ফুটপাথের পাশে থাকা কিছু স্থায়ী দোকানও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকলের কাজের তদারকি করেন। তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে এবং দমকল কর্মীরা যথাসম্ভব দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন বলে দাবি করেন। তিনি আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং যথাযথ সাহায্যের ব্যবস্থা করবে।
ছবি: রাজীব বসু