খবর অনলাইন ডেস্ক: শনিবার হাওড়া থেকে শিয়ালদাগামী সরকারি বাসে আচমকাই আগুন লেগে যায়। কলেজ স্ট্রিটের কাছে এই অগ্নিকাণ্ড ঘটে। একেবারে দাউ দাউ করে জ্বলে যায় বাসটি। তবে আগুনের এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
আগুনের ফুলকি দেখা যেতেই যাত্রীরা দ্রুত নেমে যান। বাসের চালক কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। বাসচালকও দ্রুত বাস থেকে নেমে আসেন। কী ভাবে বাসে আগুন লাগল চালক তা বলতে পারেননি। কন্ডাক্টর বলেন, হঠাৎ আগুন লেগে যায় বাসে। দাউ দাউ করে জ্বলে যায় বাস।

দমকলে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ ফায়ার স্টেশন থেকে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। দমকলকর্মীরা এসে পুরো বাসটি ফাঁকাই দেখেন। কী ভাবে আগুন লাগল বাসে, তা তাঁরা বলতে পারেননি। শেষ পর্যন্ত দমকলের চেষ্টায় আগুন নেভানো হয়।
ছবি: রাজীব বসু