Homeখবরকলকাতাগড়ফায় লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে যুবতীর রহস্যমৃত্যু, আটক পুরুষসঙ্গী

গড়ফায় লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে যুবতীর রহস্যমৃত্যু, আটক পুরুষসঙ্গী

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় এক যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বছর ৩৫-এর ওই যুবতীকে লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে লিভ-ইন সঙ্গী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়ফার ফ্ল্যাট থেকে ওই যুবতীর দেহ উদ্ধার করা হয়। সঙ্গী দাবি করেছেন, দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন ওই যুবতী। তিনি যখন ডাক্তার দেখিয়ে ফিরে আসেন, তখন তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান এবং বিকেল পর্যন্ত তাঁকে ডাকা হয়নি। কিন্তু সন্ধ্যাতেও তাঁর সাড়াশব্দ পাননি। সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের ও পুলিশকে খবর দেওয়া হয়। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, পুলিশ যখন দেহ উদ্ধার করে, তখন যুবতী অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। গড়ফা থানার পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

একটি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী। ওই যুবতীর সঙ্গে তাঁর বোনও সেখানে এসেছিলেন। তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন। গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা।

তবে এখনও পর্যন্ত মহিলার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। গড়ফা থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”