কলকাতা: দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় এক যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বছর ৩৫-এর ওই যুবতীকে লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে লিভ-ইন সঙ্গী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়ফার ফ্ল্যাট থেকে ওই যুবতীর দেহ উদ্ধার করা হয়। সঙ্গী দাবি করেছেন, দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন ওই যুবতী। তিনি যখন ডাক্তার দেখিয়ে ফিরে আসেন, তখন তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান এবং বিকেল পর্যন্ত তাঁকে ডাকা হয়নি। কিন্তু সন্ধ্যাতেও তাঁর সাড়াশব্দ পাননি। সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের ও পুলিশকে খবর দেওয়া হয়। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, পুলিশ যখন দেহ উদ্ধার করে, তখন যুবতী অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। গড়ফা থানার পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
একটি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী। ওই যুবতীর সঙ্গে তাঁর বোনও সেখানে এসেছিলেন। তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন। গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা।
তবে এখনও পর্যন্ত মহিলার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। গড়ফা থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।