Homeখবরকলকাতাগড়ফায় লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে যুবতীর রহস্যমৃত্যু, আটক পুরুষসঙ্গী

গড়ফায় লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে যুবতীর রহস্যমৃত্যু, আটক পুরুষসঙ্গী

প্রকাশিত

কলকাতা: দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় এক যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বছর ৩৫-এর ওই যুবতীকে লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাটে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে লিভ-ইন সঙ্গী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়ফার ফ্ল্যাট থেকে ওই যুবতীর দেহ উদ্ধার করা হয়। সঙ্গী দাবি করেছেন, দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন ওই যুবতী। তিনি যখন ডাক্তার দেখিয়ে ফিরে আসেন, তখন তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান এবং বিকেল পর্যন্ত তাঁকে ডাকা হয়নি। কিন্তু সন্ধ্যাতেও তাঁর সাড়াশব্দ পাননি। সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের ও পুলিশকে খবর দেওয়া হয়। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, পুলিশ যখন দেহ উদ্ধার করে, তখন যুবতী অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। গড়ফা থানার পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

একটি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী। ওই যুবতীর সঙ্গে তাঁর বোনও সেখানে এসেছিলেন। তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন। গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা।

তবে এখনও পর্যন্ত মহিলার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। গড়ফা থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সাম্প্রতিকতম

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার, কবে হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬...

ভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

ইউনিসেফের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। শিশুদের অধিকার ও উন্নয়নে এই উদ্যোগের বিশেষ তাৎপর্য রয়েছে।

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

লাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শীতকালীন অভিযানের প্রস্তুতি জোরদার করতে সর্বাধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি)...

আরও পড়ুন

দূষণ রুখতে ড্রোন ব্যবহার করবে কলকাতা পুলিশ, নজরে পূর্ব কলকাতা জলাভূমি

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসে অবৈধ দখলদারি এবং আবর্জনা পোড়ানোর ওপর নজর রাখতে ড্রোন মোতায়েন করছে কলকাতা পুলিশ। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু।

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করে নিরবচ্ছিন্ন স্ট্রিট লাইটিং নিশ্চিত করবে এনডিআইটিএ। প্রকল্পটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা।

‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে ‘এস ফ্যাক্টর’ যেন চাঁদের হাট

কলকাতা: ‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে বাজিমাত করল ‘এস ফ্যাক্টর’। আবির্ভাব লগ্নেই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে