মেঘ-কুয়াশার যুগলবন্দিতে এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা

0

কলকাতা: কনকনে শীত থেকে কিছুটা রেহাই পেলেন কলকাতার বাসিন্দারা। কারণ মেঘ আর কুয়াশার যুগলবন্দির সৌজন্যে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সর্বনিম্ন তাপমাত্রা। যদিও এই মেঘের জন্যই সোমবার সারা দিনই শীত অনুভূত হতে পারে শহরবাসীর।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি। রবিবারের থেকে তাপমাত্রা বেড়েছে পাক্কা দু’ ডিগ্রি।

অথচ এমনটা হতে পারে রবিবার বিকেলে আন্দাজই করা যায়নি। কারণ রবিবারই এই মরশুমের সব থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। পারদ ২০.১ ডিগ্রির বেশি উঠতেই পারেনি। ফলে যতটা নামবে মনে করা হয়েছিল, তা আর নামতেই পারেনি।

আসলে আরব সাগরে তৈরি হয়ে যাওয়া নিম্নচাপের সুবাদে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে এ দিনও সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দাপট দেখিয়েছে কুয়াশা। সে কারণেই তাপমাত্রা বেশি নামতে পারেনি।

আরও পড়ুন ঝাড়খণ্ডের রায় লাইভ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

এই মেঘ থেকে বড়োদিনে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর আবার কমবে তাপমাত্রা, ফিরবে কনকনে শীত।

বিজ্ঞাপন