Homeখবরকলকাতাঅভিজিৎ মণ্ডলের গ্রেফতার নিয়ে পুলিশের নিচুতলার কর্মীদের চাপা ক্ষোভ, ১৪ দফা দাবি...

অভিজিৎ মণ্ডলের গ্রেফতার নিয়ে পুলিশের নিচুতলার কর্মীদের চাপা ক্ষোভ, ১৪ দফা দাবি পেশ

প্রকাশিত

টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার সিবিআইয়ের হাতে তাঁর গ্রেফতারের পর, নিচুতলার পুলিশকর্মীদের একাংশের মধ্যে মনে হচ্ছে যে, উচ্চপদস্থ কর্তাদের নির্দেশ মেনে ‘দায়িত্ব’ পালনের ফলেই অভিজিৎকে গ্রেফতার হতে হয়েছে।

এমন পরিস্থিতিতে রবিবার লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষকর্তারা একাধিক বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণকারী নিচুতলার অফিসারদের দাবি, তাঁরা ভবিষ্যতে আর হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কোনও নির্দেশ নেবেন না। বৈঠকে আরও ১৪টি প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অভিজিৎ মণ্ডলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং তাঁর আইনি লড়াইয়ে সহায়তা করা।

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বার্মা, এসটিএএফ-এর দায়িত্বে গেলেন বিনীত, অভিষেক গুপ্ত-কে ইএফআর-এ

অভিজিৎ মণ্ডলের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে পুলিশকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, এবং তাঁদের পক্ষ থেকে দাবি উঠেছে যে, তাঁকে আইনি সহায়তা দিতে হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি শুনানিতে সিনিয়র পুলিশ অফিসারদের উপস্থিত থাকতে হবে। একইসঙ্গে, তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি উঠেছে।

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের মধ্যে এই বৈঠকে আরও আলোচনা হয়েছে যে, সংবাদমাধ্যমে পুলিশের বিরুদ্ধে একতরফা সমালোচনা রুখতে প্রাক্তন পুলিশকর্তাদের মাধ্যমে পাল্টা বক্তব্য তুলে ধরা হবে। পুলিশকর্মীরা মনে করছেন, সমাজমাধ্যমে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এবং এই পরিস্থিতিতে তাঁদের পক্ষ থেকে প্রচার চালানোর জন্য দক্ষ ব্যক্তিদের নিযুক্ত করা এবং বাজেট বরাদ্দ করারও প্রস্তাব উঠেছে।

প্রস্তাবগুলির মধ্যে পুলিশকর্মীদের দাবি ছিল, গ্রেফতারের প্রতিবাদে এক ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখা যায় কি না, তবে শীর্ষকর্তারা এই প্রস্তাবগুলি বিবেচনার আশ্বাস দেওয়ায় আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

এই পরিস্থিতিতে অভিজিৎ মণ্ডলের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে পুলিশের নীচুতলার কর্মীদের ক্ষোভ সামাল দেওয়া এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের শীর্ষ কর্তাদের জন্য।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাটকীয় মোড়, সমর্থন জানিয়ে গণ ইস্তফা আরজি করের ৫০ সিনিয়র চিকিৎসকের

আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। সরকারের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ।

দুর্গোৎসব ২০২৪: দুর্নিবার গতিতে এগিয়ে চলা ‘দুর্বার’-এর সোনাগাছি দুর্গাপুজোর ১২ বছর

সঞ্জয় হাজরা যৌনকর্মীদেরও মা দুর্গার আরাধনা করার অধিকার আছে। যে সংগঠনের মাধ্যমে তাঁরা এই অধিকার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?