Home খবর কলকাতা আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ময়দানের তিন প্রধানের সমর্থকেরা আবার পথে  

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ময়দানের তিন প্রধানের সমর্থকেরা আবার পথে  

0
তিন প্রধানের সমর্থকদের মিছিল। ছবি: রাজীব বসু।

কলকাতা: ডুরান্ডে কাপে ডার্বি ম্যাচের দিন কলকাতা ময়দানের দুই প্রধানের সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়ায় ম্যাচ বাতিল করে দেয় রাজ্য পুলিশ। কিন্তু সমর্থকরা তাঁদের আন্দোলন থেকে পিছিয়ে যাননি। রবিবার ১৮ আগস্ট তাঁরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দলে দলে সমবেত হয়ে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ দেখান। সেখানে হাজির হয়েছিলেন তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং দলের সমর্থকরাও। পুলিশ বহু বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলে। কিন্তু তিন দলের সমর্থকরা সেই সব ভ্যান ঘেরাও করে রাখায় শেষ পর্যন্ত সবাইকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

কিন্তু তিন প্রধানের সমর্থকদের দমানো যায়নি। এরই মাঝে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের সমর্থকেরা আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে টিফো প্রদর্শন করেন। টিফোতে লেখা ছিল, “হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!”

protest lead 1 30.08

‘পথের দাবি’র মিছিল।

বৃহস্পতিবার তিন প্রধানের সমর্থকদের আবার একই দাবিতে পথে দেখা গেল। ডার্বি বাতিলের ১১ দিনের মাথায় আরজি করের কাণ্ডের প্রতিবাদে ফের মিছিলে পা মেলালেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে শুধু শহর কলকাতার ফুটবলপ্রেমীরাই নন, যোগ দেন বিভিন্ন জেলা থেকে আসা তিন প্রধানের সমর্থকরাও। কোরাস ছিল একটাই, ‘উই ওয়ান্ট জাস্টিস।’

বিচারের দাবিতে আরও মিছিল, ধরনা, সাংবাদিক সম্মেলন

এদিন আরও অনেক সংগঠন আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে শহরে মিছিল করে, সাংবাদিক সম্মেলনের আয়োজন করে, ধরনায় বসে। এদের মধ্যে যেমন অরাজনৈতিক সংগঠন আছে, তেমনই আছে রাজনৈতিক দল।

আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত স্বচ্ছ ও দ্রুততর করার দাবিতে এদিন মিছিলের আয়োজন করে পথের ‘দাবি’। এই অরাজনৈতিক নাগরিক মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সচেতন ভট্টাচার্য।

এদিন রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অধীর চৌধুরী-সহ প্রদেশ কংগ্রেসের নেতানেত্রীরা মিছিলের পুরোভাগে ছিলেন।

এদিন ‘দেশ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরা ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁদের দাবি – বিচার চাই নৈরাজ্য নয়।

এদিকে ধর্মতলায় চলছে বিজেপির ধরনা। তাতে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও দিলীপ ঘোষ।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

আরজি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল আইএমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version