Homeখবরকলকাতাআরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মিছিল, ‘অভয়া মঞ্চ’-এর ‘জনতার চার্জশিট’

আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মিছিল, ‘অভয়া মঞ্চ’-এর ‘জনতার চার্জশিট’

প্রকাশিত

কলকাতা: শনিবার আরজি কর-কাণ্ডের তিন মাস পূর্ণ হল। সেই ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনেরও তিন মাস হল।   কিন্তু বিচার এখনও অধরা। সেই বিচার চেয়েই এ দিন তিনটি কর্মসূচি পালন করা হল – কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ‘দ্রোহের গ্যালারি’ এবং ‘অভয়া মঞ্চ’-এর ডাকে ‘জনতার চার্জিশিট’।

এ দিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের (ডব্লুবিজেডিএফ) ডাকে মিছিল সংঘটিত হয় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত। ওই মিছিলে জুনিয়র ডাক্তাররা ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেন। অনেকেরই হাতে ছিল প্ল্যাকার্ড, কারও হাতে জাতীয় পতাকা। শোনা গিয়েছে স্লোগান ‘বিচার চাই’।

RG Kar Chargesheet 1 09.11

‘অভয়া মঞ্চ’-এর ডাকে শামিল সাধারণ মানুষ। ছবি: শ্রয়ণ সেন।

আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা, পুলস্ত্য আচার্য, পরিচয় পণ্ডা, অনুষ্টুপ মুখোপাধ্যায়েরাও মিছিলে ছিলেন। স্নিগ্ধা, পরিচয়, পুলস্ত্য এবং অনুষ্টুপ ধর্মতলায় অনশন করেছিলেন। আন্দোলনকারী চিকিৎসকদের হাতে প্ল্যাকার্ডের পাশাপাশি ছিল ভারতের সংবিধানও। সামনের সারিতে ন্যায়ের মূর্তি হাতে হাঁটতে দেখা যায় এক জুনিয়র ডাক্তারকে। অভিনেত্রী দেবলীনা দত্ত, চৈতি ঘোষালেরাও মিছিলে পা মেলান। মিছিল এসে পৌঁছোয় রানি রাসমণি অ্যাভেনিউয়ে যেখানে ‘অভয়া মঞ্চ’-এর ডাকে শনিবার পালিত হয় ‘জনতার চার্জশিট’।

RG Kar Droher Gallery 09.11 1

আরজি কর হাসপাতালে ‘দ্রোহের গ্যালারি’। ছবি: রাজীব বসু।

শনিবার ধর্মতলায় রানি রাসমণি অ্যাভেনিউয়ে ‘জনতার চার্জশিট’ কর্মসূচি পালন করে ‘অভয়া মঞ্চ’। আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে কয়েক সপ্তাহ আগে ৮০টিরও বেশি সংগঠন এক হয়ে তৈরি করেছে ‘অভয়া মঞ্চ’। এ দিন ‘জনতার চার্জশিট’ কর্মসূচিতে ছিল পথনাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বক্তৃতা। এ ভাবেই চলে প্রতিবাদ। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় চার্জ গঠন হয়েছে শিয়ালদহ আদালতে। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী একমাত্র অভিযুক্ত ধৃত সিভিক ভলান্টিয়ার। এই চার্জশিট নিয়েই প্রশ্ন তুলেছে ‘অভয়া মঞ্চ’ এবং তারই প্রতিবাদে সংগঠনের সদস্যেরা নিজেদের মতো করে একটি চার্জশিট তৈরি করেছেন। ওই চার্জশিটে আরজি কর-কাণ্ডের তদন্ত এবং বিচার নিয়ে নানা প্রশ্ন, নানা অভিযোগ তোলা হয়েছে এবং সাধারণ মানুষ তাতে সই করেছেন।

শনিবার তৃতীয় কর্মসূচিটি ছিল ‘দ্রোহের গ্যালারি’। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে এই কর্মসূচি পালনের ডাক দেয় জেডিএফ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিভিন্ন ছবি, পোস্টার, ব্যানার, কবিতা, স্থাপত্য ইত্যাদি প্রদর্শিত হয়েছে ওই গ্যালারিতে। জুনিয়র ডাক্তারেরাই আন্দোলনের ছবি পাঠানোর কথা বলেছিলেন। সেই ডাকেই সাড়া দিয়ে সাধারণ মানুষ ছবি তুলে পাঠিয়ে দেন। সেই সব ছবি প্রদর্শিত হয়েছে ‘দ্রোহের গ্যালারি’তে। প্রদর্শনী চলেছে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সামনেও। এই জরুরি বিভাগ সেই বিল্ডিংয়েই যার চারতলায় রয়েছে সেমিনার হল যেখানে গত ৯ অগস্ট উদ্ধার হয়েছিল ধর্ষিতা জুনিয়ার ডাক্তারের দেহ। মেয়েদের রাত দখলের কর্মসূচির সময় এখানেই ভাঙচুরের অভিযোগ উঠেছিল।

আন্দোলনকারী ডাক্তারদের দাবি, তিন মাস পেরিয়ে গেলেও বিচার অধরাই রয়েছে। তবে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা রাজপথেই থাকবেন। আন্দোলন ছেড়ে কোথাও যাবেন না।

সাম্প্রতিকতম

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার, কবে হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬...

ভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

ইউনিসেফের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। শিশুদের অধিকার ও উন্নয়নে এই উদ্যোগের বিশেষ তাৎপর্য রয়েছে।

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

লাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শীতকালীন অভিযানের প্রস্তুতি জোরদার করতে সর্বাধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি)...

আরও পড়ুন

দূষণ রুখতে ড্রোন ব্যবহার করবে কলকাতা পুলিশ, নজরে পূর্ব কলকাতা জলাভূমি

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসে অবৈধ দখলদারি এবং আবর্জনা পোড়ানোর ওপর নজর রাখতে ড্রোন মোতায়েন করছে কলকাতা পুলিশ। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু।

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করে নিরবচ্ছিন্ন স্ট্রিট লাইটিং নিশ্চিত করবে এনডিআইটিএ। প্রকল্পটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা।

‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে ‘এস ফ্যাক্টর’ যেন চাঁদের হাট

কলকাতা: ‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে বাজিমাত করল ‘এস ফ্যাক্টর’। আবির্ভাব লগ্নেই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে