কলকাতা: উরস উৎসব উপলক্ষে আগামী ১ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টা থেকে ২ ডিসেম্বর (সোমবার) সকাল ৬টা পর্যন্ত কলকাতার দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এই কারণে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা ছাড়াও খিদিরপুর রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। খিদিরপুর রোড, সেন্ট জর্জ গেট রোড, সিজিআর রোড-সহ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে। সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণমুখী গাড়ি চলাচল এবং খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার পথও বন্ধ থাকবে।
খিদিরপুর রোড ধরে পশ্চিমমুখী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না এবং সিজিআর রোড ধরে পূর্বমুখী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
যানজট এড়াতে ট্রাফিক পুলিশ বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দিয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশি উপস্থিতি জোরদার করা হবে। যান নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হবে।
যান চলাচল বন্ধ থাকলেও উরস উৎসবে অংশ নিতে ইচ্ছুক সাধারণ মানুষ পায়ে হেঁটে এই রাস্তা ব্যবহার করতে পারবেন।
ট্রাফিক পুলিশ নাগরিকদের অনুরোধ করেছে যে, এই সময়ে অযথা ভিড় এড়াতে যানবাহন চালনার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং বিকল্প পথ ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে স্থানীয় ট্রাফিক পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই যান নিয়ন্ত্রণের কারণে শহরের বিভিন্ন অংশে সাময়িক যানজটের আশঙ্কা রয়েছে। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, উৎসব ও যান চলাচল স্বাভাবিক রাখার জন্য তারা প্রস্তুত।