Homeখবরকলকাতাবিকাশ ভবনের সামনে ধুন্ধুমার, চাকরিহারাদের অবস্থানে পুলিশি লাঠিচার্জ, চরম উত্তেজনা

বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার, চাকরিহারাদের অবস্থানে পুলিশি লাঠিচার্জ, চরম উত্তেজনা

প্রকাশিত

চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকরা। রাত গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত ৮টা নাগাদ আচমকা পুলিশবাহিনী বাড়িয়ে এনে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পুলিশের এই বলপ্রয়োগে কেউ মাথায় আঘাত পান, কেউ পায়ে। অনেকেই রাস্তার উপর শুয়ে পড়লে তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মেহবুব মণ্ডল ও চিন্ময় মণ্ডল জানান, তাঁরা কোনও নতুন নিয়োগপর্বে বসবেন না। তাঁরা আগের চাকরিই ফেরত চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আসা পর্যন্ত বিকাশ ভবনের সামনে অবস্থান চলবে বলেই জানান তাঁরা। কর্মচারীদের বেরোতে না দিলেও, খাবার পৌঁছতে দেওয়া হচ্ছিল বলেও জানান তাঁরা।

এই অবস্থানের জেরে বিকাশ ভবনের একাধিক কর্মী আটকে পড়েন। তাঁদের কেউ কেউ পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে পুলিশ তাঁদের বার করে আনে। এদিন বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা বলে অভিযোগ। সেই সময় পুলিশ ভিতরে উপস্থিত ছিল না। বিকাশ ভবনের ভাঙা দরজা সবুজ দড়ি দিয়ে বাঁধা হয়।

ঘটনাস্থলে যান বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কিন্তু বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনিও। অনেকে তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে বার করে নিয়ে যায়।

এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে, পুলিশের কাছে কি আদৌ এই বিক্ষোভের পূর্বসূচনা ছিল? শাসকদলের অন্দরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর আগে কসবার ডিআই অফিসেও অনুরূপ বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছিল। এক পুলিশ আধিকারিকের লাথির ছবি ঘিরে সেই সময় তীব্র বিতর্ক হয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র মাধ্যমে নিযুক্ত ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়েছে। মামলাটি এখনও বিচারাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী, ‘যোগ্য’ প্রার্থীরা আপাতত স্কুলে গিয়ে বেতন পাবেন। ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানায় আদালত। কিন্তু যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের মতে তাঁরা ‘যোগ্য’ হয়েও বিচার পেলেন না। সেই ক্ষোভ থেকেই রাস্তায় নেমেছেন তাঁরা।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে ‘মূর্ছ্ছনা’ রাগসঙ্গীত বৈঠক

৫ জুন সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসে বড়িশার ঐতিহ্যবাহী দুর্গাদালানে আয়োজিত হল বার্ষিক রাগসঙ্গীত বৈঠক ‘মূর্ছ্ছনা’। একাধিক শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ দর্শক।

রেপো রেট কমায় ফের উজ্জীবিত কলকাতার সস্তার আবাসন বাজার, বাড়ছে বিক্রির আশা

রিজার্ভ ব্যাঙ্কের ১% রেপো রেট হ্রাসে বাড়ি কেনা আরও সস্তা, কলকাতায় ৫০ লক্ষ টাকার কম মূল্যের ফ্ল্যাটের বিক্রি বাড়ার আশায় রিয়েল এস্টেট সংস্থাগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে