viswakarma puja
নাচছেন ঠাকুরমশাই। ছবি: সায়ক চক্রবর্তীর ভিডিও থেকে।

ওয়েবডেস্ক: ভাইরাল হয়ে গেলেন এক ঠাকুরমশাই। পুজোর জন্য নয়, তাঁর নাচের জন্য। বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় তাঁর নাচ নতুন মাত্রা দিল সন্ধ্যারতিকে। তাঁর নাচেই মেতে উঠলেন পাটুলির রিকশা স্ট্যান্ডের বিশ্বকর্মা দর্শনে আসা মানুষজন।

সে-কী নাচ! এক হাতে নাড়াচ্ছেন ঘণ্টা। অন্য হাতে কখনও জলশঙ্খ, কখনও ধূপ কখনও আয়না। গায়ে সাদা রঙের  নামাবলি। পরনে গেরুয়া ধুতি। বাঁ হাতে গোল্ডেন রিস্ট ওয়াচ। সন্ধ্যা নামতেই এই সাদামাটা পুরোহিতই হয়ে উঠলেন মাইকেল জ্যাকসন।

আরও পড়ুন বিশ্বকর্মার প্রতিমা দেখতে ভিড় সোনামুখীর একটি পুজোয়, কেন?

ঠাকুরমশাইয়ের এ হেন কীর্তি যাদের দেখার সুযোগ হয়নি, তাদের সেই দেখার সুযোগ করে দিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তীর করা একটি ফেসবুক লাইভ ভিডিও। সেই ভিডিওর সুবাদেই ভাইরাল হয়ে গিয়েছেন এই পুরুতঠাকুর।

দেখে নিন সেই ভিডিও-

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন