Homeখবরকলকাতাঅপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন, আন্দোলনকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন, আন্দোলনকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

প্রকাশিত

আরজি কর মেডিকেল কলেজে চলমান আন্দোলন এ বার হয়তো আরও জটিল রূপ নিতে চলেছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে শনিবার গণকনভেনশন এবং সমাবেশ চলছে। এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের অন্য একটি গোষ্ঠীর নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে গেল একই দিনে।

পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে শুক্রবার রাতে নবগঠিত সংগঠন “ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন” (WBJDA)-এর লোগো প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই নতুন সংগঠন গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের আহ্বায়ক ও জুনিয়র চিকিৎসক শ্রীশ চক্রবর্তী আন্দোলনকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, “আমাদের উপর অন্যায় চলছে। গত ৯ আগস্ট নিয়ে কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থে কর্মবিরতির পথ বেছে নিয়েছিল। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম কারণ রোগী পরিষেবাই আমাদের আসল লক্ষ্য। আমাদের বয়কট করা হয়েছিল এবং আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে আমরা থ্রেট কালচার চালাচ্ছি। এমনকি আমাদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”

শ্রীশ চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, আন্দোলনকারীদের পক্ষ থেকে তাঁদের “ক্রিমিনাল” বলে আখ্যা দেওয়া হয়েছে, যখন অভিযুক্তরা নিজেরাই বিভিন্ন ব্যক্তির নামে টাকা তোলার কাজে লিপ্ত। তাঁর অভিযোগ, “অভয়া দিদির নামে ৪.৭৫ লক্ষ টাকা তোলা হয়েছে। রিয়া বেরার নামেও টাকা তোলা হয়েছে। যারা এ সব করছেন, তাঁরা কি অপরাধী নন? আমাদের কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করছে। আমরা রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে যোগ দিন। আমরা সকলের জন্য আছি এবং যে কোনো বাধার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত।”

অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শনিবার একটি গণ কনভেনশন অনুষ্ঠিত হয়, যেখানে আন্দোলনকারী পক্ষ থেকে ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামনের সারির মুখ কিঞ্জল নন্দ মন্তব্য করেন, “আরজি কর মেডিক্যাল কলেজে দীর্ঘ ৩-৪ বছর ধরে থ্রেট কালচারের প্রচলন রয়েছে, যা এখনও পর্যন্ত বন্ধ হয়নি। সত্যের পাশে দাঁড়াতে হবে না থ্রেট কালচারের সাথে যেতে হবে, এই প্রশ্ন আমাদের সবার কাছে।”

আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতোও অভিযোগ করেন, রাজ্য প্রশাসন থ্রেট কালচারের পক্ষে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, “থ্রেট কালচারকে প্রাধান্য দেওয়া হলে সত্যের পরাজয় ঘটবে, যা আমরা মেনে নেব না।”

পড়ুন। আরজি কর মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ নিয়ে উত্তাল জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন, আন্দোলন জারি রাখার বার্তা

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে