কলকাতা: জেলায় জেলায় কনকনে ঠাণ্ডা এসে গেলেও কলকাতায় অপেক্ষা আরও কিছু দিনের। লেপ, কম্বল, টুপি, সোয়েটার, শাল, চাদর অথবা জ্যাকেট। মানে শীতের উপকরণ এ বার ধাপে ধাপে নামছে। প্রস্তুতির কথা মাথায় রেখে সেজে উঠেছে বাজারও। শীতের আমেজকে আরও মিষ্টি করে তোলে শীতের ফল। এ ঋতুর অন্যতম কমলাও সমানে হাজির। সঙ্গে খেজুর গুড় তো আছেই!






খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।