ট্রাম চালু রাখার দাবিতে সরব হয়েছেন কলকাতাবাসীর একাংশ। সেই দাবি আরও জোরালো করতে ট্রামে ফোঁটা দিলেন বোনেরা। ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে যেমন ফোঁটা দেন বোনেরা, তেমন আচার পালন করে ট্রামের দীর্ঘজীবন কামনা করলেন তাঁরা।
সকাল সকাল ধর্মতলায় ট্রাম ডিপোয় পৌঁছে যান ট্রাম বাঁচানোর দাবিতে সরব হওয়া একটি সংগঠনের সদস্যরা। ট্রামের দীর্ঘজীবন কামনা করে শুরু হয় ভাইফোঁটা কর্মসূচি। সংগঠনের মহিলা সদস্যরা ফোঁটা দেন ট্রামের গায়ে। তাঁদের সঙ্গে ছিল চন্দন ও মিষ্টির থালা।
সংঠনের এক মহিলা সদস্য ফোঁটা দিয়ে বলেন, “আমরা ট্রামকে খুব ভালবাসি। তাই ট্রামের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করেই আমরা ফোঁটা দিলাম আজ।”
অন্য এক সদস্য বলেন, “আমাদের শরীরে যেমন প্রাণবায়ু আছে, তেমনই কলকাতার শরীরে প্রাণবায়ু, কলকাতার ঐতিহ্য এই ট্রাম। তাই এই ট্রাম ছাড়া তো কলকাতার কথা ভাবাই যায় না। তাই ভাইফোঁটার দিন ছোট ভাই ট্রামের দীর্ঘায়ু কামনা করতে আমরা একত্রিত হয়েছি।”
প্রসঙ্গত, এ দিন সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যে গাছের গায়ে ফোঁটা দিয়েছেন বোনেরা। ‘দানা’র মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচিয়েছে ম্যানগ্রোভ অরণ্য। তারই কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। মানুষের মধ্যে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি। একই ভাবে ট্রামে বাঁচানোর লক্ষ্যে রবিবারের এই ভাইফোঁটা কর্মসূচি। বোনেদের কামনায় প্রশাসনের ট্রাম তুলে দেওয়ার ভাবনায় কি ‘কাঁটা’ পড়বে? এখন সেটাই দেখার।