খবর অনলাইন: অবশেষে স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। শুক্রবার দুপুরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের নয় দিন পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই প্রবেশ করে গেছে বর্ষা। শুধুমাত্র পুরুলিয়ার একটু অংশ বাদ দিলে সমগ্র রাজ্যই এখন মৌসুমি বায়ুর দখলে।
গত কাল, বৃহস্পতিবার বিকেলের দিকে শহরে তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এক পশলা ভালো বৃষ্টি হয়েছিল, আবহাওয়া দফতরের মতে সেটি ছিল প্রাক-বর্ষার বৃষ্টি। তবে আজ, শুক্রবার বর্ষা প্রবেশের কথা ঘোষণা করলেও, আবহাওয়া দফতরের মতে এখনই ভারী বা অতি-ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের অভিমুখ মুলত মধ্য-ভারতের দিকে। তাই এর ফলে তুলনায় শুখা অঞ্চল, বিদর্ভ, মরাঠাওয়াড়, ছত্তিশগড়ে ব্যাপক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ভাঁড়ার এখনও শুন্যই থাকবে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সারা রাজ্য জুড়ে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।