খবর অনলাইন: আজ চার দিন ধরে নিখোঁজ তাঁরা। তাই এভারেস্ট অভিযাত্রী পর্বতারোহী গৌতম ঘোষ ও পরেশ নাথকে মৃত বলেই ঘোষণা করল নেপাল সরকার।
রাজ্য সরকারের পর্বতারোহণ শাখার উপদেষ্টা উজ্জ্বল রায় জানিয়েছেন, গৌতম ও পরেশের মৃত্যু ঘোষণা করা হলেও এ ব্যাপারে কোনও সরকারি নথি এখনও তাঁদের হাতে আসেনি। তবে নেপাল সরকারের নিয়ম হল, অভিযাত্রী নিখোঁজ হওয়ার তিন দিন পরেও যদি তাঁর খোঁজ না মেলে, তা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই নিয়ম অনুযায়ী, গৌতম ও পরেশকে মৃত ঘোষণা করা হয়েছে।
ও দিকে ধৌলাগিরি অভিযানে মৃত রাজীব ভট্টাচার্যের দেহ বৃহস্পতিবার সকালেই হেলিকপ্টারে কাঠমান্ডু আনার চেষ্টা চলছে।
এ দিকে ক্যাম্প ফোরের নীচে, ইয়েলো ব্যান্ডের কাছে মৃত অভিযাত্রী সুভাষ পালের দেহ এখনও নামিয়ে আনা যায়নি বেসক্যাম্পে। ছ’জন দক্ষ শেরপার উদ্ধারকারী দল বুধবার এভারেস্ট বেসক্যাম্প পৌঁছেছেন। আবহাওয়া ভালো থাকলে হেলিকপ্টারে ক্যাম্প টু-এ যাবেন বৃহস্পতিবারই। পায়ে হেঁটে চলবে নিখোঁজ অভিযাত্রীদের খোঁজ। নামানো হবে সুভাষের দেহ।
ছবি: সৌজন্যে ইন্ডিয়া টুডে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।