খবর অনলাইন: আশঙ্কায়ই সত্যি হল। মারা গেলেন এভারেস্ট অভিযাত্রী সুভাষ পাল। অপর এক অভিযাত্রী সুনীতা হাজরার শারীরিক অবস্থাও বেশ আশঙ্কাজনক। বাকি দুই পর্বতারোহী গৌতম ঘোষ ও পরেশ নাথ এখনও নিখোঁজ।
যে এজেন্সির সঙ্গে ওই অভিযাত্রীরা এভারেস্ট অভিযানে গিয়েছিলেন সেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চার নম্বর ক্যাম্প থেকে সুভাষকে তিন নম্বর ক্যাম্পে নামানোর সময়েই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চার নম্বর বেস ক্যাম্পেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।সংস্থার পক্ষে লোবেন শেরপা বলেন, ‘‘সুনীতারও শারীরিক অবস্থা ভীষণই সঙ্কটজনক। তাঁকে দু’নম্বর ক্যাম্প থেকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে কাঠমাণ্ডুতে উড়িয়ে আনা হচ্ছে।’’
গত শুক্রবার বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গ জয়ের পথে রওনা দিয়েছিলেন চার বাঙালি পর্বতারোহী। একটা সময়ের পর থেকে তাঁদের আর খোঁজও পাওয়া যায়নি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।