Homeখবরদেশকর্নাটক বিধানসভা নির্বাচনের আগে আয়কর অভিযান, উদ্ধার নগদ ১৫ কোটি, ৫ কোটির...

কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে আয়কর অভিযান, উদ্ধার নগদ ১৫ কোটি, ৫ কোটির গয়না

প্রকাশিত

আর ক’দিন বাদেই কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে রাজ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সোনার গয়না এবং নগদ বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। সূত্রের খবর, ১০ মে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা ভোটে প্রার্থী হওয়া বেশ কয়েকজনকে টাকার জোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছিল।

আয়কর বিভাগ বেঙ্গালুরু এবং মাইসুরুর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে নগদ ১৫ কোটি টাকা এবং ৫ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেছে। শনিবার এই তথ্য জানিয়েছে আয়কর বিভাগ। এটি নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, শুক্রবার শান্তিনগর, কক্সটাউন, শিবাজিনগর, আরএমভি এক্সটেনশন, কানিংহাম রোড, সদাশিবনগর, কুমারপার্ক পশ্চিম এবং বেঙ্গালুরুর ফেয়ারফিল্ড লেআউটে অভিযান চালানো হয়। এই অভিযানগুলিতে বেশ কয়েকটি গোপন স্থান থেকে বিপুল পরিমাণ বে-হিসাবি নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে।

ভোটের আগে দিকে দিকে উদ্ধার হচ্ছে টাকা। অটোরিকশা থেকে শুরু করে সাধারণ হাতব্যাগ, সবেতেই ঠেসে ভরা বান্ডিল। মাইসুরুতে একটি ঝাউগাছ থেকেও এক কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। একটি সাধারণ অটোরিকশায় সওয়ার দুই ব্যক্তির কাছ থেকেও উদ্ধার হয় নগদ এক কোটি টাকা। 

ভোটের আগে সক্রিয় ভাবে রাজ্যে এ ধরনের কাজ-কারবারে নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। ১০ মে ভোটগ্রহণের দিনকে সামনে রেখে অনেক দল ভোটারদের আকৃষ্ট করতে অর্থের ব্যবহার করতে চাইছে বলে অনুমান।

আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী পারদ, বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

প্রথম দফায়  গডকরী, রিজিজু-সহ মোদী সরকারের ৮ মন্ত্রী, বিজেপির ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়ছেন ভোটে

লোকসভার পাশাপাশি   অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে শুক্রবার।