Home খবর দেশ বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে...

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক এক্সিট পোল। অন্তত ছয়টি সমীক্ষা এনডিএ-র (জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন জোট) স্পষ্ট জয়ের ইঙ্গিত দিলেও, একমাত্র ব্যতিক্রম ছিল জার্নো মিরর নামের এক নিউজ পোর্টাল।

জার্নো মিররের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে বিরোধী মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোট (আরজেডি ও কংগ্রেস নেতৃত্বাধীন)। তাদের পূর্বাভাস, মহাগঠবন্ধন পেতে পারে ১৩০-১৪০টি আসন, যা ২৪৩ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে স্পষ্টতই বেশি (সংখ্যাগরিষ্ঠতার সীমা ১২২)।

অন্যদিকে, এনডিএ পেতে পারে ১০০-১১০টি আসন। প্রাক্তন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিকে ‘অন্যান্য’-এর মধ্যে রাখা হয়েছে, তাদের জন্য পূর্বাভাস ০-৩টি আসন। আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম পেতে পারে ৩-৪টি আসন, বলছে জার্নো মিরর।

কী এই জার্নো মিরর

জার্নো মিরর মূলত একটি হিন্দি ভাষার সংবাদ ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম, যা ২০২১ সাল থেকে সক্রিয়। গুগল জেমিনি এআই টুলের বিশ্লেষণ অনুযায়ী, এটি সমকালীন ভারতীয় রাজনীতি ও সমাজসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। বিশেষ করে দলিত, মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর ইস্যুতে তারা রিপোর্ট করে থাকে। নিজেদের ‘সামাজিক ন্যায়’কেন্দ্রিক বিকল্প সংবাদমাধ্যম হিসেবে তুলে ধরে।

অন্য এক্সিট পোলের পূর্বাভাস

অন্যদিকে, অন্তত সাতটি এক্সিট পোল এনডিএ-র স্পষ্ট জয়ের ইঙ্গিত দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য:

  • People’s Pulse: এনডিএ ১৩৩-১৫৯, মহাগঠবন্ধন ৭৫-১০১, জন সুরাজ ০-৫, অন্যরা ২-৮।
  • People’s Insight: এনডিএ ১৩৩-১৪৮, মহাগঠবন্ধন ৮৭-১০২, জন সুরাজ ০-২, অন্যরা ৩-৬।
  • JVC Survey: এনডিএ ১৩৫-১৫০, মহাগঠবন্ধন ৮৮-১০৩, জন সুরাজ ০-১, অন্যরা ৩-৬।

উল্লেখ্য, ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনের সময় অধিকাংশ এক্সিট পোলই ভুল প্রমাণিত হয়েছিল। তখনও সমীক্ষাগুলো মহাগঠবন্ধনের জয় ভবিষ্যদ্বাণী করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছিল এনডিএ।

আরও পড়ুন

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version