খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার শুক্রবার একাদশী উৎসব চলাকালীন, যখন বিপুল সংখ্যক ভক্ত জড়ো হন মন্দিরে। অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার ফলে হঠাৎ করে রেলিং ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভিড়ের চাপে বহু মানুষ চাপা পড়ে যান।
শ্রীকাকুলাম জেলার পুলিশ সুপার (এসপি) কে ভি মহেশ্বর রেড্ডি জানিয়েছেন, এই ঘটনায় মন্দির পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের প্রতিষ্ঠাতা হরিমুকুন্দ পান্ডার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita, BNS) ১০৫ (অবহেলাজনিত খুন) এবং ১০৬ (অবহেলার কারণে মৃত্যু) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ভিড়ের চাপে রেলিং ভেঙে যাওয়ার পর ভক্তরা আতঙ্কে পালানোর চেষ্টা করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্কটেশ্বর স্বামী মন্দির, যা স্থানীয় ভাবে ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত, বেসরকারি উদ্যোগে নির্মিত হয় এবং মাত্র চার মাস আগে উদ্বোধন করা হয়। মন্দিরটি রাজ্যের এনডাউমেন্টস ডিপার্টমেন্টের অধীনে নয় এবং কোনো সরকারি অনুমতি ছাড়াই বৃহৎ আকারে উৎসব আয়োজন করা হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে ভক্তরা জমায়েত হয়েছিলেন, সেই অংশটি তখনও নির্মাণাধীন ছিল এবং মন্দিরে প্রবেশ ও প্রস্থান করার জন্য মাত্র একটিই পথ ছিল। ভিড়ের চাপে স্টিলের রেলিং ভেঙে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।


