Homeখবরদেশশ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে...

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার ফলে হঠাৎ করে রেলিং ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভিড়ের চাপে বহু মানুষ চাপা পড়ে যান।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার শুক্রবার একাদশী উৎসব চলাকালীন, যখন বিপুল সংখ্যক ভক্ত জড়ো হন মন্দিরে। অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার ফলে হঠাৎ করে রেলিং ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভিড়ের চাপে বহু মানুষ চাপা পড়ে যান।

শ্রীকাকুলাম জেলার পুলিশ সুপার (এসপি) কে ভি মহেশ্বর রেড্ডি জানিয়েছেন, এই ঘটনায় মন্দির পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের প্রতিষ্ঠাতা হরিমুকুন্দ পান্ডার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita, BNS) ১০৫ (অবহেলাজনিত খুন) এবং ১০৬ (অবহেলার কারণে মৃত্যু) ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, ভিড়ের চাপে রেলিং ভেঙে যাওয়ার পর ভক্তরা আতঙ্কে পালানোর চেষ্টা করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্কটেশ্বর স্বামী মন্দির, যা স্থানীয় ভাবে ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত, বেসরকারি উদ্যোগে নির্মিত হয় এবং মাত্র চার মাস আগে উদ্বোধন করা হয়। মন্দিরটি রাজ্যের এনডাউমেন্টস ডিপার্টমেন্টের অধীনে নয় এবং কোনো সরকারি অনুমতি ছাড়াই বৃহৎ আকারে উৎসব আয়োজন করা হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে ভক্তরা জমায়েত হয়েছিলেন, সেই অংশটি তখনও নির্মাণাধীন ছিল এবং মন্দিরে প্রবেশ ও প্রস্থান করার জন্য মাত্র একটিই পথ ছিল। ভিড়ের চাপে স্টিলের রেলিং ভেঙে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...