ওয়েবডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব অব্যাহত উত্তরপ্রদেশে। এপ্রিল-মে মাসে তাণ্ডব চালিয়েছিল ধুলোঝড় আর এখন প্রবল বৃষ্টিতে ত্রস্ত গোটা রাজ্য। ভয়াবহ বন্যায় রাজ্যে গত এক সপ্তাহে অন্তত ১০৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টাতেই রাজ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত আহতের সংখ্যা একশো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ছশো ঘরবাড়ি। পাশাপাশি মৃত্যু হয়েছে বহু গবাদি পশুর।
বিপর্যস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দ্রুত ত্রাণ পাঠানোরও নির্দেশ দিয়েছেন তিনি। এ সবের মধ্যেই চিন্তা বাড়িয়েছে আগামী কয়েক দিনের পূর্বাভাস।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ জায়গাতেই গড়ে একশো মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। আগামী দিনেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। কানপুর, রায়বরেলি, এলাহাবাদ, গাজিপুর, মির্জাপুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। মথুরা, আগরা এবং এটাওয়ায় বিপদসীমার ওপরে রয়েছে যমুনা।
সব মিলিয়ে রাজ্যে পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।