Home খবর দেশ মণিপুরে সিআরপিএফ শিবিরে হামলা, গুলির লড়াইয়ে নিহত ১১

মণিপুরে সিআরপিএফ শিবিরে হামলা, গুলির লড়াইয়ে নিহত ১১

0

খবর অনলাইনডেস্ক: ফের রক্তাক্ত মণিপুর। এ বার হামলা হল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে। সোমবার দুপুরে জিরিবাম জেলায় ওই ঘটনায় হামলারকারীদের উপর সিআরপিএফ গুলি চালালে ১১ জন নিহত হন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতেরা সকলেই জঙ্গি। তাঁদের ছোড়া গুলিতে সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হন।

পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতেরা কুকি গোষ্ঠীর সদস্য। সোমবার দুপুর আড়াইটে নাগাদ তারা প্রথমে বড়বেকরা মহকুমা সদর থানায় হামলা চালায়। এর পরে কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায়। এর পরেই শুরু হয়ে দু’পক্ষের গুলির লড়াই। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে

প্রসঙ্গত, শনিবার রাতে জিরিবাম জেলায় জ়াইরাওন নামে এক গ্রামে মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের যৌথ বাহিনীর হামলায় এক কুকি মহিলা নিহত হয়েছিলেন। রবিবার কুকি-জো জনজাতিদের যৌথ মঞ্চ আইটিএলএফের মদতপুষ্ট জঙ্গিরা এক মেইতেই মহিলাকে খুন করে। পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক এবং সানসাবি-সহ বিভিন্ন এলাকায় মেশিনগান, রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিয়ে হামলা চলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর এসেছে।

সব মিলিয়ে মণিপুরের অবস্থা রীতিমতো ভয়াবহ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version