dusstorm

ওয়েবডেস্ক: দানব ধুলোঝড়ে উত্তর ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৮। এরই মধ্যে ৮ মে পর্যন্ত গোটা অঞ্চলেই ঝড়ের চরম সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দফতর।

ঝড়ের দাপটে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্যে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এর মধ্যে শুধুমাত্র আগরা জেলাতেই মৃত্যু হয়েছে ৪৬ জনের। অন্য দিকে রাজস্থানে মৃতের সংখ্যা ৩৯। ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগও ছিল না।

আগরার খেড়াগড় থানার এক আধিকারিক বলেন, “তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়িগুলো। গাছ, বাতিস্তম্ভ, সব কিছু ভেঙে পড়েছে ঝড়ের তাণ্ডবে।” বুধবার মাত্র তিন ঘণ্টার ঝড় এবং প্রবল বৃষ্টিতেই বদলে যায় উত্তর ভারতের পরিস্থিতি।

এ দিকে  আগামী কয়েক দিন আরও ঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকছে, সেই সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। এর প্রভাবে আরও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

তবে শুধু উত্তর ভারতই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তেলঙ্গানাতেও মৃত্যু হয়েছে অন্তত সাত জনের।