খবর অনলাইন ডেস্ক: অনলাইন গেমের ‘অস্ত্র’ কিনতে গিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকার বেশি সাফ করে দিয়েছে ১২ বছরের ছেলে। ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলার এক স্কুল শিক্ষিকা অনলাইন প্রতারণার অভিযোগ দায়েরের পর এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে।
স্মার্টফোন থেকে ২৭৮ বার লেনদেন!
পুলিশ জানিয়েছে, “অনলাইন যুদ্ধের জন্য অস্ত্র” কিনেছিল শিক্ষিকার ১২ বছরের ছেলে। প্রায় তিন মাস ধরে ফোন থেকে ২৭৮ বার লেনদেন হয়। কিন্তু যাচাইয়ের জন্য ওটিপি না আসার কারণে এই লেনদেন সম্পর্কে বিন্দুমাত্র টের পাননি ওই শিক্ষিকা।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, শিক্ষিকার ছেলে জানিয়েছে, ওই গেমিং গ্রুপে তার আরও দুই বন্ধু ছিল। হতে পারে তারাও ওই বিশাল অঙ্কের টাকার অস্ত্র কেনায় শামিল ছিল। গত ২৫ জুন শিক্ষিকা আচমকা টের পান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩.২ লক্ষ টাকা সাফ হয়ে গিয়েছে নিজের অজান্তেই। তিনি আশঙ্কা করেছিলেন, সাইবার প্রতারণার শিকার হয়ে ওই বড়ো অঙ্কের টাকা খুইয়েছেন। যে কারণে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, গত ৮ মার্চ থেকে ১০ জুনের মধ্যেই এই লেনদেনগুলি হয়েছে। পুলিশ ছেলের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিল শিক্ষিকাকে। তিনি তা করেছিলেন, এবং এটা জানতে পেরে হতবাক হয়ে যান যে, তাঁর ছেলে অনলাইন গেমের প্রতি আসক্ত এবং ‘অ্যাডিশনাল ফিচার এবং ওয়েপন আপগ্রেড’ কেনার জন্য তাঁর অজান্তেই পৌনে তিনশো বার আর্থিক লেনদেন করেছে সে।
পুলিশ আরও জানিয়েছে, এ ধরনের লেনদেনের জন্য কোনো রকমের ওটিপি ছিল না। ফলে ওই শিক্ষিকা নিজের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেনের বিষয়টি ঘূণাক্ষরেও টের পাননি।
অভিভাবকদের উদ্দেশে পরামর্শ
করোনা মহামারির জন্য হাতে আরও বেশি করে স্মার্টফোন পাচ্ছে শিশুরা। অনলাইন ক্লাসের জন্য তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া ছাড়া গত্যন্তর নেই বড়ো অংশের অভিভাবকদের। এ ভাবেই অনলাইন গেমের প্রতিও তারা আরও বেশি করে ঝুঁকছে। পুলিশের পরামর্শ, দরকারে বাচ্চাদের হাতে স্মার্টফোন ছেড়ে দিতে হলেও অভিভাবকের উচিত সব সময় তাদের উপর নজর রাখা।
প্রায় দেড় বছর ধরে স্কুল বন্ধ থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস করছে। ফলে বইয়ের পরিবর্তে যুক্তিসঙ্গত কারণেই পড়ুয়ার হাতে শোভা পাচ্ছে স্মার্টফোন। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। আবার উলটো দিকে আসক্তি বাড়ছে অনলাইন গেমে। ফলে হাতে পাওয়া স্মার্টফোন শিশুরা কী ভাবে ব্যবহার করছে, তাতে সজাগ দৃষ্টি রাখতে বলছেন বিশেষজ্ঞরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।