ওয়েবডেস্ক: পুনে-সাতারা সড়কে এক ট্রাক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক। আহতদের খান্ডালার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্নাটক থেকে আসা নির্মাণশ্রমিকদের নিয়ে টেম্পো-ট্রাকটি পুনে থেকে সাতারার দিকে যাচ্ছিল। পথে একটা ব্যারিকেডে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
সাতারা পুলিশ এলাকার ভুঁইস থানার ইন্সপেক্টর রনদিভে জানান, যেখানে দুর্ঘটনা ঘটে সেই জায়গায় রাস্তায় ঢাল ছিল। সম্ভবত ড্রাইভার ট্রাকের নিয়ন্ত্রণ হারান এবং ব্যারিকেডে ধাক্কা লাগার পর ট্রাকটি রাস্তার ধার থেকে ৮-১০ ফুট নীচে গড়িয়ে যায়।