খবর অনলাইন ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদান পর্ব বুধবার সকালে শুরু হয়েছে। প্রথম দফায় ১৫টি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হয়েছে ভোট, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আগামী ২০ নভেম্বর বুধবার দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোটগ্রহণ করা হবে। শেষ দফায় ভোট নেওয়া হবে বাকি ৩৮টি বিধানসভা কেন্দ্রে। ২৩ নভেম্বর ভোটগণনা হবে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫-এর ৫ জানুয়ারি।
ভোটে দুই প্রতিদ্বন্দী শিবির এনডিএ এবং ‘ইন্ডিয়া’। এনডিএ জোটের প্রধান দল বিজেপি লড়ছে ৬৮টি আসনে। বাকি শরিক দলগুলির মধ্যে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) ১০টি আসনে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) ২টি আসনে এবং চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ১টি আসনে লড়ছে।
‘ইন্ডিয়া’ জোটের প্রধান দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়ছে ৪১টি আসনে। বাকি শরিক দলগুলির মধ্যে কংগ্রেস ৩০টি আসনে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৬টি আসনে এবং সিপিআই (এমএল) ৪টি আসনে লড়ছে।
ঝাড়খণ্ডের মোট ভোটার ২.৬০ কোটি। এর মধ্যে প্রথম দফায় ভোট দেওয়ার কথা ১.৩৭ কোটি ভোটদাতার। বুধবার যে ৪৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ২০টি তফশিলি জাতি এবং ৬টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। বাকি ১৭টি আসন অসংরক্ষিত।
রাজ্যের ৮১টি আসনে লড়ছেন ৬৮৩ জন প্রার্থী। এঁদের মধ্যে ৬০৯ জন পুরুষ, ৭৩ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের মানুষ।