খবর অনলাইন ডেস্ক: আবার ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে চক্রধরপুরের কাছে হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেসের ট্রেনের ১৮টি কোচ লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
দুর্ঘটনা ঘটে ভোর পৌনে ৪টেয়। জামশেদপুর থেকে ৮০ কিমি দূরে দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বড়াব্যাম্বু স্টেশনের কাছে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।
দক্ষিণ পূর্ব রেলের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। কাছাকাছি একটি মালগাড়িও দুর্ঘটনায় পড়েছে। দুটি দুর্ঘটনা একই সঙ্গে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
যে ১৮টি কোচ বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টি যাত্রী কোচ, ১টি প্যান্ট্রি কার এবং আর ১টি পাওয়ার কার।
রেলের মেডিক্যাল টিম দুর্ঘটনাস্থলে রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আর গুরুতর আহতদের চক্রধরপুরে পাঠানো হয়েছে।
কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন। ট্রেনের যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য বাস এবং অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনার ব্যাপারে খোঁজখবর করার জন্য রেল হেল্পলাইন নম্বর দিয়েছে – টাটানগর (০৬৫৭২২৯০৩২৪), চক্রধরপুর (০৬৫৮৭২৩৮০৭২), রৌরকেলা (০৬৬১২৫০১০৭২, ০৬৬১২৫০০২৪৪), হাওড়া (৯৪৩৩৩৫৭৯২০, ০৩৩২৬৩৮২২১৭), রাঁচি (০৬৫১-২৭-৮৭১১৫), মুম্বই (০২২২২৬৯৪০৪০)।