দেশ
পুলওয়ামা হামলার ২ বছর, নোটিশ জারি ইন্টারপোলের
পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। দেশবাসীর হৃদয়ে এখনও রয়ে গিয়েছে দগদগে ঘা।


নয়াদিল্লি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় প্রায় ২৫০০ জওয়ানের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ। নিহত হন ৪০ জন জওয়ান। এর জেরে ভারত আর পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়। তৈরি হয় যুদ্ধ পরিস্থিতিও। রবিবার সেই ঘটনারই দ্বিতীয় বর্ষপূর্তি। দেশবাসীর হৃদয়ে এখনও রয়ে গিয়েছে দগদগে ঘা।
শনিবার জানা যায়, এই সন্ত্রাসবাদী হামলার দু’বছর পর জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার এবং তার তিন আত্মীয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।
২০০১ সালে ভারতীয় সংসদে হামলা এবং ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাঁটিতে মারাত্মক হামলার থাকার অভিযোগে আজহার ও রউফের বিরুদ্ধে ইতোমধ্যেই ইন্টারপোল নোটিশ জারি করেছিল। তাদের বিরুদ্ধে ফের নতুন করে রেড নোটিশ জারি হয়েছে বলে জানা যায়।
তদন্তকারী সংস্থার এক আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়ছে, “শত শত নিরীহ মানুষকে হত্যা করা সত্ত্বেও আজহার ও তার ভাই পাকিস্তানে অবাধে বসবাস করে… তারা বিশ্বব্যাপী মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী হিসাবে অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে তিন থেকে চারটি ইন্টারপোল রেড নোটিস মুলতুবি রয়েছে। পাকিস্তানকে তাদের গ্রেফতার করতে হবে এবং তাদের ভারতের হাতে তুলে দিতে হবে”।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, “পুলওয়ামা হামলার পর থেকে এই হাই-প্রোফাইল সন্ত্রাসবাদী কমান্ডারদের অনেকেই পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। নতুন পদক্ষেপে ফের তারা প্রকাশ্যে আসবে”।
যা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
“জঙ্গিরা বড়ো ভুল করে ফেলেছে, এর খুব বড়ো মূল্য চোকাতে হবে তাদের।” পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে পরের দিন এ ভাবেই নিজের মতামত প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওই দিন নিরাপত্তাবিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার শীর্ষ স্থানীয় সদস্যরা। সেই বৈঠকের পরেই মোদী বলেন, এই হামলার যোগ্য জবাব দেওয়ার জন্য সেনাকে সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে।
মোদী বলেন, “জঙ্গি এবং তাদের মদতদাতাদের বলতে চাই, তারা বড়ো ভুল করে ফেলেছে। এর সমুচিত জবাব আমরা দেব। সবাইকে এই আশ্বাস দিতে চাই যে, এই হামলার পিছনে যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি হবেই।”
ওই বৈঠকের পরেই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা করেন মোদী। সেই অনুষ্ঠানেই এই কথাগুলি বলেন প্রধানমন্ত্রী।
পুলওয়ামায় হামলার নিন্দা করেছিল বিশ্বের অনেক দেশই। সেই সব দেশকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, “সব দেশ ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসবাদ আর থাকবে না।”
ওই সময় যে রাজনীতির সময় নয়, সে কথাও বলেন মোদী। তাঁর কথায়, “সরকার এবং বিরোধীদের অনুরোধ করছি রাজনীতিকে দূরে সরিয়ে রাখার। এটা খুব দুঃখের এবং স্পর্শকাতর বিষয়। আমাদের দেশ এখন ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ ভারতই সন্ত্রাসবাদকে হারিয়ে দেবে।”
পরে মধ্যপ্রদেশের ঝাঁসিতে একটি জনসভাতেও একই ভাবে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই হামলা ঠেকাতে সবাইকে একজোট হয়ে লড়তে হবে।”
বিরোধীদের প্রশ্ন এবং পাকিস্তানের ‘স্বীকারোক্তি’
পুলওয়ামা হামলা নিয়ে বিরোধীরা বরাবরই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এসেছে। গত ২০২০ সালের এমনই একটি দিনে পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে কেন্দ্রকে তিনটে প্রশ্ন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
টুইটারে রাহুল লেখেন, “আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছি। আজ কয়েকটি প্রশ্ন করা যাক। এই হামলায় সবচেয়ে বেশি লাভ কার হয়েছে? হামলার তদন্তের ফলাফল কী? নিরাপত্তার গাফিলতির জন্য যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কাকে দায়ী করা হয়েছে?”
গত অক্টোবর মাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরি বলেন, “হামনে হিন্দুস্তান কো ঘুসকে মারা (আমরা ভারতে ঢুকে ওদের মেরেছি)। পুলওয়ামায় আমাদের সাফল্য ইমরান খানের নেতৃত্বে জনগণের সাফল্য। আপনারা এবং আমরা সবাই ওই সাফল্যের শরিক”।
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সভায় হইচই বাঁধতেই নিজের মন্তব্য পরিবর্তন করেন ফওয়াদ। বলেন, “পুলওয়ামার পরে, যখন আমরা ভারতে ঢুকে তাদের মেরেছি”।
আরও পড়তে পারেন: পেট্রোল ৯০ পার, টানা ছ’দিন বাড়ল জ্বালানি তেলের দাম
দেশ
কেন লাগামহীন করোনা? মূলত ২টি কারণকেই দায়ী করলেন এইমস ডিরেক্টর
এক দিনে আক্রান্তের সংখ্যা এগোচ্ছে আড়াই লক্ষের দিকে। কী কারণে?


খবর অনলাইন ডেস্ক: নতুন বছরের শুরুতে সংক্রমণ নিয়ন্ত্রণে এসে যাওয়ার পর ফের কী ভাবে নিত্যদিন রেকর্ড গড়ছে কোভিড-১৯ (COVID-19) আক্রান্তের সংখ্যা? এর নেপথ্যে একাধিক কারণ থাকলেও মূলত দু’টি মূল বিষয়কেই দায়ী করলেন এইমস (AIIMS)-এর ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria)।
সংবাদ সংস্থা এএনআই-এর কাছে গুলেরিয়া বলেন, “নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে একাধিক কারণ রয়েছে।। তবে দু’টি প্রধান কারণ হল- যখন জানুয়ারি / ফেব্রুয়ারিতে টিকা দেওয়া শুরু হয় তখন কোভিডবিধি যথাযথ ভাবে অনুসরণ করা বন্ধ করে দিয়েছিলেন অনেকেই। এই একই সময়ে ভাইরাসের মিউটেশন ঘটে, যার ফলে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে”।
ক্রমবর্ধমান করোনা সংক্রমিতের সংখ্যার দিকে তাকিয়ে তিনি বলেন, “আমাদের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উপর একটা বিশাল চাপ দেখতে পাচ্ছি। তাই আমাদের দরকার, হাসপাতালের শয্যা এবং অন্যান্য উপাদানগুলি বাড়ানো। অন্য দিকে জরুরি ভিত্তিতে সক্রিয় কোভিডরোগীর সংখ্যাও হ্রাস করার দিকে মনোযোগ দিতে হবে”।
একই সঙ্গে ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে যে কোনো ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকরী নয়। ফলে ভ্যাকসিন নেওয়ার পরেও আপনি সংক্রমিত হতে পারেন। তবে আমাদের শরীরে অ্যান্টিবডিগুলি ভাইরাসকে বাড়তে দেবে না এবং আপনাকে গুরুতর অসুস্থ করে দিতে পারবে না”।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এই সময়ে আমাদের দেশে প্রচুর ধর্মীয় অনুষ্ঠান হয় এবং নির্বাচনও চলছে। আমাদের বুঝতে হবে জীবনও গুরুত্বপূর্ণ। আমরা এটা একটা সীমিত পদ্ধতিতে পালন করতে পারি। যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং পাশাপাশি কোভিডের যথাযথ আচরণ অনুসরণ করা যায়”।
প্রসঙ্গত, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৯ হাজার ৯৯৭ জন। মোট সক্রিয় রোগী রয়েছেন ১৬ লক্ষ ৬৭ হাজার ৭৪০ জন। বর্তমানে দেশে ১১.৫৬ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।
বিস্তারিত পড়ুন এখানে: Corona Update: সক্রিয় রোগীর সংখ্যায় ফের লক্ষাধিক বৃদ্ধি, তবে সুস্থতার সংখ্যায় বৃদ্ধি আরও বেশি, মৃত্যুহার আরও কমল
দেশ
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব
সাড়ে তিন বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন লালুপ্রসাদ যাদব!


খবর অনলাইন ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারি (fodder scam) মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।
শনিবার ‘দুমকা ট্রেজারি’ মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রায় সাড়ে তিন বছর পর এ বার ঘরে ফিরতে পারবেন ৭২ বছর বয়সি এই রাজনৈতিক নেতা।
পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট চারটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। তিনটি মামলায় জামিন পেয়েছিলেন ইতিমধ্যেই। এ বার দুমকা ট্রেজারি মামলায় জামিন পেয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি লালুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দু’টি ধারায় সাত বছরের জেল হয়েছিল তাঁর।
এর আগে চাইবাসা ট্রেজারি মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছিল, যেটির সঙ্গে ৩৭.৭ কোটি টাকার কেলেঙ্কারি জড়িত ছিল। দেওঘর ট্রেজারি থেকে ৭৯ লক্ষ টাকার তছরুপের মামলায় জামিনের পরে এটি হয়। চাইবাসা ট্রেজারি থেকে আরও ৩৩.১৩ কোটি টাকার দুর্নীতির মামলাতেও তিনি জামিন পেয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৭-র ডিসেম্বর থেকে জেলবন্দি রয়েছেন লালুপ্রসাদ। এর মধ্যে অধিকাংশ সময় কাটিয়েছেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। আবার চলতি বছরের শুরুতেই তাঁকে দিল্লি এইমস-এ ভরতি করা হয়। এখন রয়েছেন সেখানেই।
আরও পড়তে পারেন: ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কোভিড আক্রান্ত অভিনেতা সোনু সুদ
দেশ
ট্রেন হোক বা স্টেশন, মাস্ক না পরলে বড়োসড়ো জরিমানা ঘোষণা রেলের
কোভিডবিধি মেনে মাস্ক না পরলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা।


খবর অনলাইন ডেস্ক: মাস্ক না পরার জন্য ৫০০ টাকা জরিমানা আদায় করবে বলে জানিয়ে দিল রেল। ট্রেন হোক বা স্টেশন, ভারতীয় রেলওয়ে চত্বরের সর্বত্রই কার্যকর হবে এই নিয়ম।
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে (কোভিড-১৯) শনিবার ট্রেন ও স্টেশন চত্বরে মাস্ক পরার নিয়ম লঙ্ঘনকারীদের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা করেছে।
অন্য দিকে, এর আগেই বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো রেল জানিয়েছিল, মেট্রোয় বিনা মাস্কে ধরা পড়লে জরিমানা দিতে হবে। মেট্রো রেল চত্বরে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে দেখা গেলে বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর করে ওই যাত্রীর কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হবে।
প্রসঙ্গত, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৯ হাজার ৯৯৭ জন। মোট সক্রিয় রোগী রয়েছেন ১৬ লক্ষ ৬৭ হাজার ৭৪০ জন। বর্তমানে দেশে ১১.৫৬ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।
বিস্তারিত পড়ুন এখানে: Corona Update: সক্রিয় রোগীর সংখ্যায় ফের লক্ষাধিক বৃদ্ধি, তবে সুস্থতার সংখ্যায় বৃদ্ধি আরও বেশি, মৃত্যুহার আরও কমল
-
রাজ্য4 hours ago
Bengal Polls Live: ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬২.৪০ শতাংশ
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
রাজ্য1 day ago
Coronavirus Second Wave: আজ কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক, ভোট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশায় রাজ্যবাসী
-
দেশ1 day ago
Delhi Riots 2020: পুলিশি তদন্তে অসঙ্গতি, জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন