নয়াদিল্লি: হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বুধবার একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করেছে। জাতিগত জনগণনা থেকে শুরু করে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দল। ‘সাত ওয়াদে পক্কে ইরাদে’ স্লোগানও ঘোষণা করেছে তারা। ৯০ আসনের হরিয়ানা বিধানসভার নির্বাচন আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর।
দলের ইস্তেহার প্রকাশ করার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “আমরা সাতটি গ্যারান্টি ঘোষণা করছি, যা আমরা হরিয়ানায় সরকার গঠন করলে পূরণ করব। আমাদের প্রতিশ্রুতিগুলো সাতটি ভাগে বিভক্ত করেছি। মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা দেওয়া হবে। গ্যাস সিলিন্ডারের জন্য প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হবে। প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং বিধবাদের জন্য পুরনো পেনশন স্কিম অনুযায়ী ৬০০০ টাকা করে পেনশন প্রদান করা হবে… আমরা যুবকদের জন্য ২ লাখ স্থায়ী চাকরি দেব।”
কংগ্রেস ইস্তেহারের প্রধান পয়েন্টগুলি:
পরিবারের সমৃদ্ধি:
- ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ
- ২৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা
মহিলাদের ক্ষমতায়ন:
- প্রতি মাসে ২০০০ টাকা
- গ্যাস সিলিন্ডার ৫০০ টাকায়
যুবকদের ভবিষ্যৎ সুরক্ষা:
- ২ লাখ শূন্যপদে নিয়োগ
- মাদকমুক্ত হরিয়ানা উদ্যোগ
সামাজিক সুরক্ষা জোরদার:
- ৬০০০ টাকা প্রবীণ পেনশন
- ৬০০০ টাকা প্রতিবন্ধী পেনশন
- ৬০০০ টাকা বিধবা পেনশন
- পুরনো পেনশন স্কিম পুনঃপ্রতিষ্ঠা
পশ্চাদপদ শ্রেণীর জন্য অধিকার:
- জাতিগত জনগণনা পরিচালনা
- ক্রিমি লেয়ারের সীমা ১০ লাখ টাকায় বৃদ্ধি
কৃষকদের সমৃদ্ধি:
- ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-এর আইনগত নিশ্চয়তা
- তাৎক্ষণিক ফসল ক্ষতিপূরণ
গরিবদের জন্য আবাসন:
- ১০০ গজ জমির প্লট
- ৩.৫ লাখ টাকায় ২ কক্ষের ঘর
৫ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৮ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে। কংগ্রেস এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য প্রধান দলগুলির মধ্যে রয়েছে বিজেপি, আপ, আইএনএলডি, বিএসপি এবং আজাদ সমাজ পার্টি ও জেজেপি-র জোট।