manali leh landslide

মানালি: ধস নেমে বিপর্যস্ত মানালি-লে সড়ক। রোটাং পাসের কাছে মাঢ়িতে এই ধসের ফলে পর্যটক সমেত প্রায় দু’হাজার গাড়ি আটকে পড়েছে বলে খবর।

বৃহস্পতিবার সন্ধে থেকে প্রবল বৃষ্টি হচ্ছে মানালি অঞ্চলে। রাতেই ধস নামে। তবে শুক্রবার সকালে খবর প্রায় প্রশাসন। এর পরেই ধস সরানোর কাজে নেমে পড়ে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। বিআরও-এর কম্যান্ডার এ কে অবস্তী বলেন, “ধস সরানোর জন্য আমরা আমাদের সমস্ত মেশিন কাজে লাগিয়েছি। কিন্তু পাহাড় থেকে অনবরত পাথর পড়তে থাকায় ধস সরানোর কাজে কিছু ব্যাঘাত ঘটছে। এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে। যত দ্রুত সম্ভব ধস সরানোর চেষ্টা হচ্ছে।”

পর্যটকদের গাড়ি ছাড়াও সেনার কিছু গাড়িও আটকে রয়েছে বলে জানিয়েছে মানালি প্রশাসন। তবে শুধুমাত্র মাঢ়িই নয়, ধস নেমেছে মানালি থেকে ২৩০ কিমি দূরে সারচুতেও।

নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই

এ দিকে আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবারই সারা ভারতে ঢুকে গিয়েছে বর্ষা। নির্ধারিত সময়ের দিন পনেরো আগেই গোটা দেশ ছুঁয়ে ফেলেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা হিমাচল এবং উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here