Homeখবরদেশটানা বৃষ্টিতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মৃত ২৭, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

টানা বৃষ্টিতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মৃত ২৭, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

প্রকাশিত

টানা দুই দিন ধরে চলা প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রবিবারও অবিরাম বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে এই দুই রাজ্যের বেশ কিছু অংশে রেল ও সড়ক পরিবহনও ব্যাহত হয়েছে। হাজার হাজার মানুষকে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

দক্ষিণ মধ্য রেলওয়ে নেটওয়ার্কে জলাবদ্ধতার কারণে এখনও পর্যন্ত ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে এবং অন্যান্য কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন এবং কেন্দ্র থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, রাজন্না সিরিসিলা, যাদাদ্রি ভূবনগিরি, ভিকারাবাদ, সাঙ্গারেড্ডি, কামারেড্ডি এবং মহবুবনগর জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদেও ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে, এবং এই কারণে সোমবার শহরের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

রহস্যে ঘেরা লাল গ্রহ মঙ্গলের অজানা দিক প্রকাশ্যে আনলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি একটি জরুরি পর্যালোচনা বৈঠক করেন এবং সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বন্যা কবলিত এলাকাগুলিতে অবিলম্বে ত্রাণ কাজ চালানোর জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাড়ি থেকে না বের হওয়ার জন্য আহ্বান জানান।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি। রবিবার বুদামেরু নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শহরের অনেক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বিজয়ওয়াড়ার আজিত সিংহ নগর এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজয়নগরম, পার্বতীপুরম মন্যম, অলুরি সীতারামা রাজু, কাকিনাডা এবং নন্দ্যালা জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিকতম

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বৃদ্ধি

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হল। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রীবিজয়পুরম রাখল কেন্দ্রীয় সরকার। ঔপনিবেশিক স্মৃতি মুছে স্বাধীনতা সংগ্রামের সম্মান জানাতে এই পরিবর্তন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যে ২৯ জনের মৃত্যু, দাবি সরকারের, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?