আখনুর: রাত ২টোর সময় জম্মুর আখনুর সেক্টরের বাত্তালে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের ছাউনিতে হামলা চালাল জঙ্গিরা। মারা গেলেন জিআরইএফ-এর ৩ জন শ্রমিক। মৃতেরা কেউ নিরাপত্তাকর্মী নন। ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ২ কিলোমিটার ভেতরে। গুরুতর জখম হয়েছেন ৩ জন। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো কাউকে ধরা যায়নি।
এদিনের হামলায় কতজন জঙ্গি ছিল, জানা যায়নি।
গোটা জম্মু জেলায়, বিশেষত খৌর তেহসিলে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
জিআরইএফ, বর্ডার রোডস অর্গানাইজেশনের বাহিনী। দেশের সীমান্তবর্তী অঞ্চলে রাস্তা তৈরি করে এই সংস্থা।
২০১৭ সালে কাশ্মীরে এটি প্রথম জঙ্গি হামলা। এর আগের জঙ্গি হামলাটি হয়েছিল গত বছরের ২৯ নভেম্বর। সেবার জম্মুর নাগরোটায় সেনা শিবিরে হামলা চালায় জঙ্গিরা। মারা যান ২ অফিসার সহ ৭ জন সেনা।