খবর অনলাইন ডেস্ক: কোভিড ১৯ (Covid 19) নিরাময় করতে অন্তত ৩০টি গোষ্ঠী টিকা উদ্ভাবনের কাজ চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে যেমন শিক্ষাবিদ রয়েছেন, তেমনই রয়েছে বড়ো শিল্প গোষ্ঠী। কেন্দ্রীয় সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা (Principal Scientific Advisor) অধ্যাপক কে বিজয় রাঘবন (Prof. K Vijay Raghavan) বৃহস্পতিবার এ কথা জানান।
এক সাংবাদিক সম্মেলনে অধ্যাপক রাঘবন জানান, এই ৩০টি গোষ্ঠীর মধ্যে অন্তত ২০টি গোষ্ঠী ভালো গতিতে কাজ করছে।
ওষুধ আবিষ্কার হ্যাকাথনে (drug discovery hackathon) নেমেছে দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর CSIR) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই AICTE)। এই হ্যাকাথনে ওষুধ আবিষ্কারের বিষয়ে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ভি কে পাল (V K Paul) বলেন, টিকা আর ওষুধ আবিষ্কারের মধ্য দিয়েই কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। তিনি বলেন, “আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি খুবই শক্তিশালী।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।