সম্ভল (উত্তরপ্রদেশ): মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি বাধল উত্তরপ্রদেশের সম্ভলে। রবিবার সকালের এই হিংসাত্মক ঘটনায় মারা গিয়েছেন ৪ জন। ৩০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনার জেরে সম্ভল ও তার আশেপাশের এলাকায় স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
সম্ভলের জামা মসজিদ মোগল যুগে তৈরি। একপক্ষের দাবি, ওই মসজিদটির জায়গায় একটি হিন্দু মন্দির ছিল। সেই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। বিষ্ণুশঙ্কর জৈন নামে এক প্রবীণ আইনজীবী ওই দাবি করে আদালতে পিটিশন দাখিল করেন।
পুলিশ জানিয়েছে, ‘অ্যাডভোকেট কমিশনার’-এর নেতৃত্বে সমীক্ষক দল কাজ শুরু করলে মসজিদের কাছে একদল লোক জড়ো হয় এবং তখনই হিংসাত্মক ঘটনা ঘটতে শুরু করে।
আসতে আসতে হাজারখানেক লোক জড়ো হয়ে যায় সেখানে। তারা পুলিশকে মসজিদের ভিতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করে। কিছু লোক পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। জনত্যা ১০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। এই হই-হট্টগোলের মধ্যে পড়ে ৪ জন প্রাণ হারান। অন্তত ৩০ জন পুলিশকর্মী জখম হন। জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) ২ জন মহিলা সহ ২১ জনকে আটক করা হয়েছে।
জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়াকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২ জন মারা গিয়েছেন দেশি পিস্তলের গুলির আঘাতে। বাকিদের মৃত্যুর কারণ ময়না তদন্তের পরে জানা যাবে।