নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় মাওবাদী হামলায় মৃত্যু হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪ জওয়ানের। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের মুখে এ ধরনের নাশকতা চিন্তায় ফেলল স্বরাষ্ট্র মন্ত্রককে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিকেল ৪টে নাগাদ এরিয়া ডোমিনেশনের সময় ঘটে ওই বিস্ফোরণ। সিআরপিএফের ১৬৮ নম্বর ব্যাটেলিয়ান ওই এলাকায় দায়িত্বে রয়েছে। বিজাপুরের এসপি মোহিত গর্গ জানান, আওয়াপল্লি থানার সিআরপিএফের মুর্দানা ক্যাম্পের কাছে ওই বিস্ফোরণ ঘটে।
তিনি জানিয়েছেন, ক্যাম্প থেকে প্রায় ১ কিমি দূরে বাহিনীর গাড়িতে টহল দিচ্ছিলেন ওই ৬ সদস্য। মাওবাদীরা সেখানেই বিস্ফোরণ ঘটায়। আইইডি বিস্ফোরণে প্রাণ হারান ৪ জওয়ান। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২ জন।
দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে কাশ্মীরীদের পাশে চাইলেন অর্থমন্ত্রী
আগামী রবিবারই পার্শবর্তী সুকমা জেলায় বিজেপি মুখ্যমন্ত্রী রমন সিং প্রচার সভা শুরু করতে চলেছেন। তার আগের দিনই ঘটে গেল এমন ভয়ানক বিস্ফোরণ। আগামী ১২ নভেম্বর ভোট প্রথম দফার ভোট গৃহীত হবে রাজ্যের ১৮ জেলায়। যেগুলির মধ্যে রয়েছে মাওবাদী প্রভাবিত ৮টি জেলা। বস্তার, কাঙ্কের, সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্দাগাঁও এবং রাজেন্দ্রনগরে ভোট গ্রহণ হবে ওই দিনেই। এর মধ্যে বস্তারে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। এলাকার বিভিন্ন জায়গায় ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার লাগানো হয়েছে।