জলের তোড়ে হিমাচল প্রদেশে ভেঙে পড়ল ৪৪ বছরের পুরোনো ব্রিজ। কাংড়া জেলায় এই ব্রিজ ভেঙে পড়ার দৃশ্যটি মোবাইল ক্যামেরা বন্দি করেছেন এক গ্রামবাসী। তাতে দেখা যাচ্ছে, প্রবল জলের তোড়ে ১৬০ মিটার লম্বা ব্রিজটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। প্রতিবেশী পঞ্জাবের সঙ্গে হিমাচল প্রদেশের নূরপূর এলাকার বেশ কয়েকটি গ্রামের সঙ্গে সংযোগ রক্ষা করে এই ব্রিজটি।
এই ঘটনায় কেউ আহত হননি। তার কারণ, ব্রিজটিতে ফাইল দেখা দিতে তার উপর দিয়ে যান-চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
১০ দিন আগেই মুম্বই-গোয়া সড়কের উপর ব্রিটিশ আমলে তৈরি একটি ব্রিজ প্রবল বর্ষণের সময় ভেঙে পড়ে। যাত্রী সহ একটি বাস জলে পড়ে যায়। ২৮ জন যাত্রীর দেহ উদ্ধার করা গেলেও ১৬ জন এখনও নিখোঁজ।
ভিডিও ছবি NDTV-এর সৌজন্যে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।