ভুবনেশ্বর: সোমবার সাতসকালে পুরীর কাছে বঙ্গোপসাগরের নীচে ভূমিকম্প (Earthquake)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। সকাল ৮টা ৩২ মিনিটে বঙ্গোপসাগরে এই ভূমিকম্প হয়।
এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে আবহাওয়াবিদদের মতে, স্থলভাগের উপর এই ভূমিকম্পের কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। এই তীব্রতার ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কাও নেই।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী, সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। এ দিন রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।