কেরলের বাইরে বাকি দেশে সাপ্তাহিক সংক্রমণ কমল ৫.৩১ শতাংশ, ক্রমশ কমছে দৈনিক মৃত্যুহারও

0

খবরঅনলাইন ডেস্ক: ভারতের কোভিড পরিস্থিতি মোটের ওপরে স্থিতিশীলই রয়েছে। কেরলের বাইরে দেশের কোথাওই সংক্রমণে কোনো রকম বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। এমনকি দেশের বাকি অংশে সাপ্তাহিক সংক্রমণ বেশ কিছুটা কমেছে। আরও স্বস্তির বিষয় হল, দেশে দৈনিক মৃত্যুহার ক্রমশ কমে যাচ্ছে। টিকাকরণের গতি বাড়ার ফলেই মৃত্যুহার কমছে বলে মনে করা হচ্ছে।

নতুন সংক্রমণ কমল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী রবিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৮৮ হাজার ৬৭৩। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।

এর মধ্যে শুধুমাত্র কেরলেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮২ জন। অর্থাৎ বাকি ভারতে এ দিন আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৪ জন। গত শনিবার কেরলের বাইরে বাকি দেশে আক্রান্ত হয়েছিলেন ১৩,৮১৮ জন। অর্থাৎ এই এক সপ্তাহে দেশের বাকি অংশে সংক্রমণ কমেছে ৫.৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৪৭ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ২.৪৪ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র কেরলেই সংক্রমণের হার ছিল ১৭.৫৬ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৪৮। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ৪ হাজার ৩৬৭ জন।

সংক্রমণ কোথায় কেমন

গত ২৪ ঘণ্টায় মাত্র ৪টি রাজ্যে সংক্রমণ ছিল এক হাজারের ওপরে। এর মধ্যে কেরলে যথারীতি সব থেকে বেশি। যদিও কেরলেও সংক্রমণে লাগাম পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখে নিন গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানটি।

১) কেরল – ২৯,৬৮২

২) মহারাষ্ট্র – ৪,১৩০

৩) তামিলনাড়ু – ১,৫৭৫

৪) অন্ধ্রপ্রদেশ– ১,৫০২

গত ২৪ ঘণ্টায় পঞ্জাব (৩৫), হরিয়ানা (৯), গুজরাত (১৫), রাজস্থান (১০), দিল্লি (৫৫), উত্তরপ্রদেশ (২৬), বিহার (১১), ঝাড়খণ্ড (৯), মধ্যপ্রদেশ (২২), উত্তরাখণ্ড (১৪) মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন মাত্র ২০৬ জন।

কেরলই কমিয়ে রাখছে সুস্থতাকে

দেশের বাকি অংশে পরিস্থিতি এক রকম, কেরলে অন্য রকম। তবে গত কয়েক দিন ধরে কেরলে নতুন সংক্রমণ এবং সুস্থতার সংখ্যায় তফাৎটা ক্রমশ কমছে। সে কারণে ভারতেও সেই তফাৎটা কমতে শুরু করে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯১ জন। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হলেন ৩ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৯২ জন। ভারতে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪৩ শতাংশ রয়েছে।

দৈনিক মৃত্যুর হার ০.৭২ শতাংশ

স্বস্তির খবর হল এখন দৈনিক মৃত্যুহার ১ শতাংশেরও কম। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৩০৮ জন, যা সংক্রমণের নিরিখে ০.৭২ শতাংশ। টিকাকরণের ফলেই মৃত্যুহার কমছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা কোনো মন্তব্য এখনই করেননি।

দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৫৩৩ জন। দেশে সামগ্রিক মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৩৪ শতাংশ।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

মৃতের নিকটাত্মীয়ের সাক্ষ্যকেও উড়িয়ে দেওয়া যায় না, বধূ নির্যাতন মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

কেন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে, কমিশনের জবাব চাইছেন শুভেন্দু অধিকারী

‘বিশেষ অনুরোধ’, একমাত্র মমতার কেন্দ্রেই উপনির্বাচন নিয়ে বলল কমিশন

জল্পনার অবসান! ভবানীপুরের উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.