Pan Card

ওয়েবডেস্ক: আয়কর বিভাগ আগামী ৫ ডিসেম্বর থেকে প্যান কার্ডের আবেদন-সহ আয়কর জমা দেওয়ার পদ্ধতিতে নিয়ে আসছে ৫টি পরিবর্তন। দেখে নিন এক নজরে-

১. লেনদেনকারী সংস্থা

বার্ষিক লেনদেন আড়াই লক্ষ বা তার বেশি হলে যে কোনো সংস্থাকেই প্যান নম্বর নিতে হবে। এবং যে বছর ওই সংস্থা ২.৫ লক্ষের লেনদেন করবে, সে বছরের ৩১ মে-র মধ্যে তাকে প্যান নম্বরের জন্য আবেদন করতে হবে। আয়কর আইন ১৯৬২-র নতুন সংশোধনীতে এই নিয়ম যুক্ত করা হয়েছে।

২. ব্যক্তিগত ক্ষেত্রে

নতুন এই আয়কর আইন কোনো ব্যক্তিবিশেষের জন্য প্রযোজ্য নয়।

৩. সংস্থার শীর্ষ পদাধিকারী

নতুন আয়কর আইন বলছে, কোনো সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর, পার্টনার, ট্রাস্টি, অথর,ফাউন্ডার, কর্তা, সিইও এবং অফিস বিয়ারারদের জন্যও প্যান নম্বর আবশ্যক।

৪. কোনো নাগরিকের আয় ৫ লক্ষ টাকা না হলেও তাঁকে বাধ্যতা মূলক ভাবে প্যান নম্বর সংগ্রহ করতে হবে।

৫. পিতার নাম বাধ্যতা মূলক নয়। বিশদ পড়ুন‌ নীচের লিঙ্ক ক্লিক করে:

৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে প্যানকার্ডের আবেদনে নতুন নিয়ম

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here