কেরালায় ৫০টি রাস্তার কুকুর খুবলে খেল বৃদ্ধাকে

0

শুক্রবার রাত ৯টা নাগাদ শৌচ কাজ সারার জন্য সমুদ্রের ধারে একটি জায়গায় যাচ্ছিলেন তিরুঅনন্তপুরমের পুলুভিলা গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সি শীলুআম্মা। হঠাৎ তাঁকে ঘিরে ধরে প্রায় পঞ্চাশটি রাস্তার কুকুর। আছড়ে, কামড়ে ক্ষত-বিক্ষত করে। খুবলে নেয় তাঁর শরীরের মাংস। অনেক ক্ষণ ধরে মা আসছেন না দেখে তাঁকে খুঁজতে বেরোয় ছেলে। ঘটনাস্থলে পৌঁছলে কুকুরগুলো তাকেও তাড়া করে। প্রাণ বাঁচাতে সমুদ্রের জলে ঝাঁপ দেয় সে।

পরে শীলুআম্মাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।

ঘটনাস্থল থেকে কেরালার রাজধানী শহর মাত্র আধঘণ্টার পথ। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছে প্রশাসনের বিরুদ্ধে। শীলুআম্মা মারা যাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থল থেকে কিছু দূরে আরও এক জন প্রৌঢ়কে কুকুর কামড়ায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন