খবর অনলাইন ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ভোটপর্ব মোটামুটি শান্তিতেই চলছে। এখনও পর্যন্ত কোথাও থেকে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি।
এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া চলছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১৪টি, ওড়িশার ৫টি, জম্মু-কাশ্মীরের ১টি, লাদাখের ১টি, ঝাড়খণ্ডের ৩টি, পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের ৫টি এবং মহারাষ্ট্রের ১৩টি আসন। পশ্চিমবঙ্গের যে ৭ কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। একই সঙ্গে ওড়িশার ৩৫টি বিধানসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
আজ জম্মু-কাশ্মীরের বরামুলা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। শেষ খবর যা পাওয়া গিয়েছে, তা থেকে জানা যাচ্ছে বরামুলায় বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে সকাল থেকেই ভোটারদের বেশ লাইন পড়েছে। এই কেন্দ্রে লড়ছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তাঁর বিরুদ্ধে লড়ছেন জম্মু-কাশ্মীর পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ফয়াজ আহমদ মির, আওয়ামি ইত্তেহাদ পার্টির শেখ ইয়ের রশিদ এবং জম্মু-কাশ্মীর পিপলস্ কনফারেন্সের সজ্জাদ গনি লোন।
নির্বাচন কমিশনের হিসেবমতে পঞ্চম দফার লোকসভা ভোটে ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। বিশিষ্টজনেদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পীযূষ গয়াল ও শান্তনু ঠাকুর, এলজেপি-র (রামবিলাস) নেতা প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান, শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডে, বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি, লালুপ্রসাদের কন্যা রোহিণী আচার্য প্রমুখ।
আরও পড়ুন
রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে