৬ জনকে খুন করে স্বীকারোক্তি ‘সিরিয়াল কিলার’ চিকিৎসকের

0

নতুন সিরিয়াল কিলারের খোঁজ মিলল মহারাষ্ট্রের সাতারায়। পেশায় চিকিৎসক সন্তোষ পল ২০০৩ থেকে ২০১৬ সালের মধ্যে ৫ মহিলা সহ ৬ জনকে খুন করে নিজের ফার্মহাউজে কবর দিয়ে রেখেছিলেন। জেরায় সন্তোষ নিজের অপরাধ কবুল করেছেন বলে দাবি পুলিশের।  

অঙ্গনওয়ারি কর্মী মঙ্গলা জেধের রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে সন্তোষের নাগাল পায় পুলিশ। ১১ আগস্ট গ্রেফতার করা হয় সন্তোষকে। তার ফার্মহাউজ থেকে মঙ্গলা ছাড়াও আরও চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য এক জনের দেহ জলে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।     

পুলিশ সূত্রের খবর,  অবৈধ সম্পর্ক ও লোভের জেরেই একের পর এক খুন করেছেন সন্তোষ পল। মঙ্গলার অপহরণ ও খুনের তদন্ত করার সময় পুলিশ জানতে পারে, পলের সঙ্গে জেধের ওই সময়ে যোগাযোগ ছিল। ঘটনা চক্রে তিনি পলের কুকীর্তি জানতে পেরে যান। সেই সব কুকীর্তি ফাঁস করে দেওয়ার ভয়ও দেখান। তার জেরেই খুন হতে হয় তাঁকে।

জানা গিয়েছে, সন্তোষ পলের ডাক্তারি ডিগ্রির বৈধতাও যাচাই করে দেখবে সাতারা পুলিশ।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন