কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই সপ্তাহে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়ানোর ঘোষণা করতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে, ২ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে।
এই বর্ধিত হারে সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা প্রায় ১ কোটি ২ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। নতুন সংশোধনের ফলে মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হতে পারে।
প্রসঙ্গত, মহার্ঘ ভাতা (DA) কর্মরত সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হয়, আর মহার্ঘ ত্রাণ (DR) পেনশনভোগীদের জন্য প্রযোজ্য।
কেন্দ্র সরকার সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে—একটি মার্চ মাসে (যা জানুয়ারি থেকে কার্যকর হয়) এবং অন্যটি অক্টোবর মাসে (যা জুলাই থেকে কার্যকর হয়)।
সরকারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠক সাধারণত বুধবার হয়, তাই আসন্ন বৈঠকে এই বিষয়টি আলোচনায় ওঠার সম্ভাবনা প্রবল।
অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি
চলতি বছরের জানুয়ারিতে সরকার ঘোষণা করেছিল যে অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শীঘ্রই সরকার এ সংক্রান্ত আনুষ্ঠানিক কমিটি গঠন করবে বলে আশা করা যাচ্ছে।